আগরতলা: রাহুল গাঁধীর নিজেকে ‘পৈতেধারী হিন্দু’ হিসেবে উল্লেখ করাটা আদতে বিজেপির-ই জয়। এমনটাই দাবি করলেন যোগী আদিত্যনাথ।


আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে ত্রিপুরায় ভোটপ্রচারে ব্যস্ত রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, যেখানে ২৫ বছরের বাম-জমানাকে উৎখাত করতে চাইছে গেরুয়া-শিবির। সাব্রুম জেলায় একটি জনসভায় বক্তব্য রাখার সময় যোগী আদিত্যনাথ জানান, কংগ্রেস সভাপতি নিজেকে ‘পৈতেধারী হিন্দু’ হিসেবে ব্যাখ্যা করেছেন। এটা আদতে বিজেপির-ই জয়। তিনি বলেন, যাঁর পূর্বপুরুষরা নিজেদের ‘দুর্ভাগ্যবশত হিন্দু’ বলে উল্লেখ করতেন, সেই রাহুল গাঁধী এখন বলছেন তিনি ‘পৈতেধারী হিন্দু’। এটা আমাদের জয়।


প্রসঙ্গত, ৬০-সদস্য বিশিষ্ট ত্রিপুরা বিধানসভার নির্বাচন আগামী ১৮ ফেব্রুয়ারি হবে। ফলে, সব দলই ব্যস্ত এখন শেষ পর্যায়ের প্রচারে। গণনা হবে ৩ মার্চ। এবারের নির্বাচনে ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা (আইপিটিএফ)-এর সঙ্গে জোট বেঁধে লড়ছে বিজেপি। বিজেপি লড়ছে ৫১টি আসনে। আইপিটিএফ লড়ছে ৯টিতে।