ইস্তফা দাবি রাহুলের, আমি কর্মী, পরিবারতন্ত্রের লোক নই, পাল্টা পীযূষ

Continues below advertisement

নয়াদিল্লি: বাকযুদ্ধে জড়ালেন রাহুল গাঁধী ও পীযূষ গয়াল। একদিকে  কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগ দাবি করলেন কংগ্রেস সভাপতি,  পাল্টা রাহুলকে কটাক্ষ করে গয়াল জানিয়ে দেন, তিনি ‘পরিবারতন্ত্রের’ লোক নন, একজন ‘কর্মী’ মাত্র।

Continues below advertisement

এদিন, তাঁর বিরুদ্ধে ওঠা ৪৮ কোটি টাকার ফ্ল্যাশনেট কেলেঙ্কারির অভিযোগকে হাতিয়ার করে রেলমন্ত্রীকে আক্রমণ করেন রাহুল। টুইটারে রাহুল লেখেন, এই কেলেঙ্কারি পুরোটাই লোভ, প্রতারণা এবং স্বার্থের সংঘাতে পূর্ণ। প্রমাণ সামনেই রয়েছে। তা সত্ত্বেও কেউ এই নিয়ে কথা বলছে না। এটা দেশের পক্ষে বিপর্যয়ের।

https://twitter.com/RahulGandhi/status/991178863299489792

কংগ্রেস সভাপতির দাবি, ফ্ল্যাশনেট ইনফো সলিউশনসের থাকা নিজস্ব স্টক ন্যয্য মূল্যের এক হাজার গুণ দামে পিরামল গোষ্ঠীর কাছে বিক্রি করেছেন গয়াল, বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে যারা বিনিয়োগের ইচ্ছাপ্রকাশ করেছে। রাহুলের অভিযোগ, পুরো ঘটনাটি ঘটেছে যখন গয়াল কেন্দ্রীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন।

https://twitter.com/PiyushGoyal/status/991226219109736448

কংগ্রেস সভাপতিকে পাল্টা জবাব দিয়েছেন পীযূষ। টুইটারেই তিনি লেখেন, তিনি পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। ফলে, কোনও সংস্থাকে পরামর্শ দিতেই পারেন। মন্ত্রীর দাবি, ২০১৪ সালের ২৬ মে আমি মন্ত্রী হই। তার আগে আমি পেশাদার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার ছিলাম। আমি আপনার মতো নই। কাজ ছাড়া বেঁচে থাকার কৌশল জানা নেই আমার। আমি কর্মী, পরিবারতন্ত্রের লোক নই।

 
Continues below advertisement
Sponsored Links by Taboola