বেঙ্গালুরু: ২০১৯-এর লোকসভা ভোট কংগ্রেস জিতলে তিনি প্রধানমন্ত্রী হতে পারেন। এই প্রথম সর্বসমক্ষে প্রধানমন্ত্রী পদের জন্য নিজেকে প্রার্থী হিসেবে তুলে ধরলেন রাহুল গাঁধী। কর্নাটকে ভোটপ্রচারে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কংগ্রেস সভাপতির পাল্টা প্রশ্ন, তিনি কেন প্রধানমন্ত্রী হতে পারবেন না!


২০১৯-এ বিজেপিকে ক্ষমতা থেকে সরানোর জন্য জোট বাঁধার চেষ্টা করছে বিরোধীরা। বিরোধী জোটের মুখ হিসেবে তারা খুঁজছে বিশ্বাসযোগ্য মুখ। তাৎপর্যপূর্ণ হল, ঠিক এমন সময়েই নিজের দাবি পেশ করলেন রাহুল। কিন্তু ঘটনা হল, বহুজন সমাজ পার্টি সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরতে চাইছে তাদের নেত্রী মায়াবতীকে। মায়া জানিয়েও দিয়েছেন, আগামী লোকসভা ভোটে সপার সঙ্গে জোট বেঁধে লড়বেন তিনি। এই সময় রাহুলের এই দাবি রাজনৈতিক বাজারে নতুন হিসেব পেশ করতে পারে।

নিজেকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরার পাশাপাশি রাহুল হামলা চালান বিজেপি সভাপতি অমিত শাহের ওপর। তাঁকে খুনি অভিহিত করেন তিনি। বেকারি ইস্যুতে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও।