নয়াদিল্লি: গুজরাতে রাহুল গাঁধীর বন্যা পরিদর্শনের সময় বিক্ষোভ, তাঁর গাড়িতে পাথর ছুঁড়ে হামলার অভিযোগের মুখে পাল্টা কটাক্ষ বিজেপির। কংগ্রেসের অভিযোগ, 'বিজেপির গুণ্ডারা' হামলা করেছে দলীয় সহ সভাপতির গাড়িতে। পাল্টা বিজেপি বলেছে, রাহুলের 'ফটো তোলার মওকা পেয়ে রাজনীতি করার' নমুনা এটা। তাঁর বিরুদ্ধে বিক্ষোভেও তেমন গুরুত্ব দিতে চায়নি কেন্দ্রের শাসক দল। রাহুলকে কটাক্ষ করে গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও ট্যুইট করেছেন, চিরস্থায়ী পর্যটক রাহুল গাঁধী গুজরাত এলেন, কিন্তু গুজরাতের মানুষ জানতে চাইছেন, এমন গুরুত্বপূর্ণ সময়ে ওদের বিধায়করা কোথায় গেলেন! ছবি তোলার চেয়ে বরং উনি ও ওনার দল কংগ্রেস বন্যাপীড়িত এলাকায় ত্রাণ বিলির কাজে নামলে ভাল হত। রাহুল গাঁধীর নেতৃত্বের স্টাইলে তাঁর দলে বিস্ময় ছড়িয়েছে। তিনি এও লেখেন, ওনার দেখাদেখি কংগ্রেসের বিধায়করাও ছুটির মেজাজে রয়েছেন। গুজরাতের মানুষ কংগ্রেসের ছল খুব ভাল বোঝেন। ওদের জনবিরোধী, গুজরাত-বিরোধী মানসিকতা গোপন নয়। তবে তিনি রাহুলের কনভয়ে হামলার নিন্দা করে তদন্তের নির্দেশ দিয়েছেন। গুজরাতের উপমুখ্যমন্ত্রী নীতীন পটেলের দাবি, রাহুুলকে বুলেট প্রুফ গাড়ি দিতে চাওয়া হয়েছিল, কিন্তু তিনিই প্রাইভেট কার চেয়ে নেন। বিজেপি মু্খপাত্র সম্বিত মহাপাত্র কংগ্রেসের অভিযোগ উড়িয়ে বলেন, ঈশ্বরের দোহাই, দয়া করে এ দেশের আমআদমিকে গুণ্ডা, বদমাশ বলবেন না। বন্যাক্রান্ত মানুষ, রাহুল গাঁধী ও তাঁর দলের এ ধরনের রাজনীতি দেখে দেখে যারা ক্লান্ত, তাদের অপরাধী বলবেন না। বরং সেইসব মানুষের আবেগকে সম্মান করুন। বন্যার কবলে পড়ে যে মানুষগুলি ক্ষুব্ধ, তাদের অসম্মান করা উচিত নয় বিরোধী দলের। গুজরাতে বন্যা কবলিত মানুষকে সাহায্য করতে একদিকে বিজেপি বিধায়করা যথাসাধ্য চেষ্টা করছেন, অথচ কংগ্রেস বিধায়করা বেঙ্গালুরুর রিসর্টে আয়েশ করছেন বলেও কটাক্ষ করেন মহাপাত্র। বলেন, মানুষ বিপদের সময় জনপ্রতিনিধিদের পাশে চাইছে, তখন ওঁরা মজা করছেন! ঘটনাচক্রে গুজরাতে রাজ্যসভা নির্বাচন সামনেই। ৬ জন বিধায়ক দল ছাড়ার পর বিজেপি যাতে বাকিদেরও ভাঙিয়ে নিতে না পারে, সেজন্য দলীয় বিধায়কদের বিমানে কর্নাটকে পাঠিয়ে দিয়েছে কংগ্রেস। রাহুলকে আক্রমণ করে বিজেপি মুখপাত্রটি এও বলেন, সবাই জানে, উনি সুবিধাবাদী রাজনীতি করেন, উড়ে এসে জুড়ে বসার রাজনীতিতে বিশ্বাস করেন।