রাহুল গাঁধী ডুবন্ত জাহাজের ক্যাপ্টেন, কটাক্ষ বাবুলের
Web Desk, ABP Ananda | 16 Dec 2017 05:41 PM (IST)
নয়াদিল্লি: কংগ্রেস সভাপতি হিসেবে আজই দায়িত্বভার গ্রহণ করা রাহুল গাঁধীকে ডুবন্ত জাহাজের ক্যাপ্টেন বলে কটাক্ষ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘রাহুল গাঁধী নিশ্চয়ই কোনও মজার কথা বলেছেন। আমি বাড়ি গিয়ে তাঁর বক্তব্য শুনব। আমি শুনেছি, ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁর বক্তব্য বহুল প্রচারিত হয়েছে। রাহুল শুধু বিজেপি সম্পর্কে মন্তব্য করছেন। এটা আমাকে অবাক করেছে। তাঁর নিজের বিষয়েও কথা বলা উচিত।’ কংগ্রেস ও রাহুলকে খোঁচা দিয়ে বাবুল আরও বলেছেন, ‘রাহুল একুশ শতকের কথা বলছেন। কিন্তু তাঁর দলের পারফরম্যান্স প্রতিদিনই খারাপ থেকে খারাপতর হচ্ছে। ফলে এই শতাব্দী শেষ হওয়া পর্যন্ত কংগ্রেস টিকে থাকবে কি না, সে বিষয়ে আমি নিশ্চিত নই। কংগ্রেসের ইতিহাস অবশ্যই দারুণ। আশা করি ওদের ভবিষ্যৎও একইরকম হবে।’ সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেস সভাপতি নির্বাচিত হওয়ার পর মা সনিয়ার কাছ আজ দলের ভার নিলেন রাহুল। ১৯৯৮ থেকে টানা ১৯ বছর কংগ্রস সভানেত্রী ছিলেন সনিয়া। আজ থেকে কংগ্রেসে শুরু হল রাহুল-যুগ।