নয়াদিল্লি: নেহরু-গাঁধী পরিবারে রাহুলের বুদ্ধিমত্তাই সবচেয়ে কম। তাঁর মানসিক স্থিরতা নেই। ঠিক এই ভাষাতেই কংগ্রেস সহ-সভাপতিকে আক্রমণ করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নেতা রাকেশ সিংহ। তাঁর দাবি, সংঘের মতাদর্শ বুঝতে হলে রাহুলকে শুরু থেকে রাজনীতি শিখতে হবে।

বুধবার রাহুল বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আরএসএস দেশের মূল ভাবধারাকে ধ্বংস করে দিয়েছে। তারা মানুষের মধ্যে ভীতি ও ঘৃণা ছড়িয়ে শাসন করতে চায়। কংগ্রেস তাদের ক্ষমতা থেকে সরিয়ে দেবে।

রাহুলের এই আক্রমণের পাল্টা হিসেবে রাকেশ বলেছেন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরু এবং তাঁর কন্যা ইন্দিরা গাঁধী কখনও আরএসএস সম্পর্কে এই ধরনের মন্তব্য করেননি। রাহুলকে রাজনীতি শিখতে হবে।