ফরাসি কোম্পানির সঙ্গে ইউপিএ সরকার যে দরে রফা করেছিল, তার তিনগুণ দামে সরকার রাফালে কিনেছে বলেও দাবি করেছে কংগ্রেস। যদিও রাফালে চুক্তির তথ্য প্রকাশের দাবি খারিজ করেছে মোদী সরকার। প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন বলে দিয়েছেন, রাহুল গাঁধী সরকারের বিরুদ্ধে অস্ত্র খুঁজছেন, কিন্তু কিছুই পাননি। তাই ঘোলা জলে মাছ ধরছেন। রাফালে আমাদের বায়ুসেনাকে শক্তিশালী করতে দুটি দেশের সরকারের বোঝাপড়ার দারুণ উদাহরণ।দাম, প্রস্তুতি সব দিক থেকেই দারুণ ডিল হয়েছে। কিন্তু দাম প্রকাশ করা জাতীয় সুরক্ষার সঙ্গে আপস করা হবে। রাহুল গাঁধীর জেদের কাছে নত হয়ে যুদ্ধবিমানের যান্ত্রিক কলাকৌশল, তার সাজসরঞ্জাম, দেশের চাহিদা অনুযায়ী এই অত্যাধুনিক বিমানে যেসব বদল হয়েছে, সেইসব তথয দিতে পারব না। গত মার্চে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাকরেঁরে ভারত সফরকালে ২০০৮ সালে হওয়া আগের চুক্তির বদলে ক্লাসিফায়েড তথ্য পারস্পরিক আদানপ্রদান ও গোপন রাখা সংক্রান্ত নতুন বোঝাপড়া হয় ভারত, ফ্রান্সের। 'মোদী স্ক্যাম অ্যালার্ট'! রাফালে নিয়ে ফের ট্যুইটে কটাক্ষ রাহুলের
Web Desk, ABP Ananda | 07 Apr 2018 05:56 PM (IST)
নয়াদিল্লি: রাফালে ফাইটার জেট বিমান কেনায় সরকারি কোষাগারের ৪০ হাজার কোটি টাকার বেশি লোকসানের অভিযোগ তুলেছেন আগেই। রাহুল গাঁধী আবার ট্যুইট করে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোটি কোটি টাকার রাফালে ডিলে ছাড়পত্রের ব্যাপারে কাছের লোকজনকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ তুললেন। বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র ডিলে ভারত ১০০-র বেশি নতুন যুদ্ধবিমান কেনার চেষ্টা চালাচ্ছে বলে মিডিয়ায় প্রকাশিত খবরের উল্লেখ করে কংগ্রেস সভাপতি ট্যুইট করেছেন, মোদী স্ক্যাম অ্যালার্ট! ১৫ বিলিয়ন ডলারের যুদ্ধবিমান ডিলের ফের টেন্ডার ঘোষণা হয়েছে। জোট বাঁধার জন্য কৌশলগত সঙ্গীর সন্ধানে প্রধানমন্ত্রীর বন্ধুরা ছুটোছুটি শুরু করে দিয়েছেন। রাফালের জন্য সরকারি কোষাগারের ৪০ হাজার কোটি টাকার যে ক্ষতি হয়েছে, সেটা ফরাসিদের 'সায়োনারা' দেওয়া হয়েছে। সুতরাং প্রধানমন্ত্রী ফের টেন্ডার ডেকে বন্ধুদের সুবিধা করে দিতে পারেন। রাহুল আগে দাবি করেছেন, মোদী সরকার রাফালে ডিলের বিস্তারিত তথ্য প্রকাশ করছে না, তার দামও জনগণকে বলছে না। একটা 'কেলেঙ্কারি' আছেই। প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে যে সরকারি সংস্থা হ্যালের দেশীয় পন্থায় রাফালে বিমান নির্মাণের কথা ছিল, তাদের অগ্রাহ্য করে কোনও অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও মোদী প্রতিরক্ষায় বরাত পেতে নিজেদের বন্ধুদের সাহায্য করছেন বলেও অভিযোগ করেছেন রাহুল।