বেঙ্গালুরু: ঠাকুমা ইন্দিরা গাঁধীর নামে ক্যান্টিন উদ্বোধন করতে গিয়ে মুখ ফস্কে ‘আম্মা ক্যান্টিন’ বলে ফেললেন রাহুল গাঁধী।
বুধবার কর্নাটক সরকার পরিচালিত ভর্তুকির ক্যান্টিনের সূচনা করতে বেঙ্গালুরুতে ছিলেন কংগ্রেস সহ-সভাপতি। ওই ক্যান্টিনে প্রাতঃরাশ পাঁচ টাকায় এবং মধ্যাহ্ন ও নৈশভোজ ১০ টাকায় মিলবে।
প্রসঙ্গত, ইতিমধ্যেই প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুতে ‘আম্মা ক্যান্টিন’-এর সূচনা আগেই করেছিলেন প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতা। ওই ক্যান্টিন আজও বিপুল জনপ্রিয়। মূলত, সেখান থেকেই ‘অনুপ্রাণিত’ হয়ে কর্নাটকেও একই ধরনের সুলভ ক্যান্টিন খোলার সিদ্ধান্ত নেয় সিদ্দারামাইয়া সরকার।
প্রথমে এই ক্যান্টিনের নাম দেওয়া হয়েছিল ‘নাম্মা ক্যান্টিন’। কিন্তু পরে তাকে ‘ইন্দিরা ক্যান্টিন’ নাম দেওয়া হয়। কারণ, রাজ্যের কংগ্রেস নেতৃত্ব মনে করেছে, প্রয়াত প্রধানমন্ত্রীর নাম থাকলে, আখেরে আগামী বছর বিধানসভা নির্বাচনে ইতিবাচক প্রভাব পড়বে।
বেঙ্গালুরু পুরসভার ১৯৮টি ওয়ার্ডে এই ক্যান্টিন চালু হয়েছে। তারই উদ্বোধনে এসেছিলেন রাহুল। তিনি বলেন, এই ক্যান্টিনের ফলে নির্মাণ ঠিকাকর্মী, অটোরিক্সা চালক সহ গরিব মানুষ উপকৃত হবেন।
তবে, উদ্বোধনে এসেই বিতর্কে জড়ান তিনি। ক্যান্টিনের নাম জানাতে গিয়ে তাঁর মুখ দিয়ে ইন্দিরার বদলে বেরিয়ে আসে ‘আম্মা’। শুধু তাই নয়, বক্তব্যের মাঝে ‘ব্যাঙ্গালোরের প্রত্যেক শহর..’ বলতেও শোনা যায় রাহুলকে।