নয়াদিল্লি: ব্যক্তিগত সফরে রাহুল গাঁধী লন্ডন গিয়েছেন বলে শোনা যাচ্ছে। সাম্প্রতিক কালে দেশের বাইরে গেলে ট্যুইটারে জানিয়েছেন কংগ্রেস সহ সভাপতি। কিন্তু এবার তার ব্যতিক্রম দেখা যাচ্ছে। নিজে তিনি বছরের শেষটা কাটানোর প্ল্যান কী বা কোথায় যাচ্ছেন, সে ব্যাপারে কিছু জানাননি এবার। তাঁর ঘনিষ্ঠ সূত্রের খবর, গত বুধবার লন্ডন রওনা হন রাহুল। নববর্ষ পালন করবেন সম্ভবত বিদেশেই। অন্তত এক সপ্তাহ তিনি বাইরে কাটাতে পারেন বলে দাবি সূত্রটির। কংগ্রেস অবশ্য সরকারি ভাবে রাহুলের বিদেশে যাওয়ার কথা স্বীকার করেনি। তবে কয়েকজন নেতা স্বীকার করেছেন, নববর্ষের পর তিনি বিদেশ যেতে পারেন।
বর্তমানে ঘরোয়া রাজনীতিতে উত্তাপ রয়েছে নোট বাতিল ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাহুলের তোলা ব্যক্তিগত দুর্নীতির অভিযোগ ঘিরে। বিধানসভা ভোট হতে চলা উত্তরপ্রদেশেও শাসক দল সমাজবাদী পার্টির ঘরোয়া কোন্দল নিয়ে সরগরম রাজনৈতিক মহল। সে সময় রাহুল সত্যিই কি দেশের বাইরে গিয়েছেন নতুন বছরের ছুটি কাটাতে, তা নিয়ে জল্পনা তুঙ্গে।
গত বছরের ২৮ ডিসেম্বর রাহুল নতুন বছর সেলিব্রেট করতে বিদেশ রওনা হওয়ার আগে নিজের সরকারি ট্যুইটার হ্যান্ডলে লেখেন, কয়েকটা দিনের জন্য ইউরোপ যাচ্ছি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আবার চলতি বছরের ২০ জুন বিদেশ রওনা হওয়ার আগে ট্যুইট করেছিলেন, অল্প কয়েকটা দিনের জন্য দেশের বাইরে যাচ্ছি।