নয়াদিল্লি: সিদ্ধান্ত বহুদিন আগেই হয়ে গিয়েছে। কিন্তু সময় ক্রমশঃ পিছিয়ে চলেছে। রাহুল গাঁধী কবে কংগ্রেস সভাপতি হবেন, সেটা জানার জন্য দলীয় নেতা-কর্মীদের মতোই অধীর আগ্রহে অপেক্ষা করছে রাজনৈতিক মহল। এ বিষয়ে সর্বশেষ খবর যা জানা যাচ্ছে, আগামীকালই রাহুলের কংগ্রেস সভাপতি হওয়ার দিনক্ষণ জানা যেতে পারে। আগামীকাল কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। সেই বৈঠকে রাহুলের সভাপতি হওয়ার বিষয়ে আলোচনা হবে। গুজরাতে আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই মা সনিয়া গাঁধীর স্থলাভিষিক্ত হতে পারেন রাহুল।
আগামীকাল সকাল সাড়ে দশটা থেকে শুরু হবে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। সনিয়াই এই বৈঠকের নেতৃত্ব দেবেন। ২৫ জন নেতাকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে রাহুলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কংগ্রেস সূত্রে খবর, সনিয়া যেভাবে গত ১৭ বছর ধরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলীয় সভানেত্রী নির্বাচিত হয়ে আসছেন, সেভাবেই রাহুলও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হতে পারেন।
নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, এ বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, মনোনয়ন পেশ করার শেষ দিন ১ ডিসেম্বর। প্রয়োজন হলে নির্বাচন হবে ৮ ডিসেম্বর। পরের দিনই গুজরাতে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ।
কংগ্রেস নেতা জনার্দন দ্বিবেদী বলেছেন, ‘যদি সভাপতি পদে একটাই মনোনয়ন পেশ করা হয়, তাহলে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেই ঘোষণা করা হবে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন রাহুল।’ ফলে ১ ডিসেম্বরই কংগ্রেস সভাপতি হতে পারেন রাহুল।
কাল বৈঠক, গুজরাতে ভোটের আগেই কংগ্রেস সভাপতি হতে পারেন রাহুল
Web Desk, ABP Ananda
Updated at:
19 Nov 2017 12:40 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -