রাহুল 'নিরুদ্দেশ', পোস্টার অমেঠিতে, দায়ী বিজেপি-আরএসএস, অভিযোগ কংগ্রেসের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Aug 2017 06:04 PM (IST)
অমেঠি: রাহুল গাঁধী 'নিখোঁজ'। এ ধরনের পোস্টারে ছয়লাপ কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধীর সংসদীয় কেন্দ্র উত্তরপ্রদেশের অমেঠিতে। কংগ্রেস এই ঘটনায় বিজেপি ও আরএসএসের দিকে অভিযোগের আঙুল তুলেছে। বিজেপি অভিযোগ খারিজ করে দিয়েছে। অমেঠি শহরের বিভিন্ন স্থানে পোস্টারগুলিতে বলা হয়েছে, 'অমেঠির মাননীয় সাংসদ নিরুদ্দেশ। এজন্য সাংসদ হিসেবে এলাকায় যে উন্নয়ণমূলক কাজ করা উচিত, তা থমকে রয়েছে। সাংসদের ব্যবহারে সাধারণ মানুষ প্রতারিত বোধ করছেন'। উল্লেখ্য, রাহুল গত ফেব্রুয়ারিতে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের আগে অমেঠিতে এসেছিলেন। তবে গত সপ্তাহেই রাহুল লখনউতে তাঁর সংসদীয় কেন্দ্রের লোকজনের সঙ্গে দেখা করেন। একটি রাস্তার জন্য জমি অধিগ্রহণ নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দিতে লখনউতে এসেছিলেন তিনি। কংগ্রেস জেলা সভাপতি যোগেন্দ্র মিশ্র এই পোস্টারকে বিজেপি-আরএসএসের চক্রান্ত বলে দাবি করেছেন। তিনি বলেছেন, এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। মিশ্র বলেছেন, এ ব্যাপারে তাঁরা থানায় এফআইআর দায়ের করবেন। বিজেপির জেলা সভাপতি উমাশঙ্কর পাণ্ডে পোস্টারের বক্তব্যের সঙ্গে কার্যত সহমত পোষণ করেছেন। তিনি বলেছেন, অমেঠির জন্য রাহুল কিছু করলে এ ধরনের পরিস্থিতি তৈরি হত না। তবে তাঁর দল বা আরএসএসের সঙ্গে পোস্টারের কোনও সম্পর্ক নেই। পুলিশ বলেছে, এই ঘটনায় তাদের কাছে কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।