নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দোষ, ত্রুটি খুঁজে বের করে তাঁকে, বিজেপিকে অস্বস্তিতে ফেলবেন, কিন্তু তাঁকে সীমা ছাড়িয়ে কখনই অসম্মান করবেন না। বললেন রাহুল গাঁধী। রবিবার ভোটমুখী গুজরাতের বানসকান্ঠায় নির্বাচনী জনসভায় কংগ্রেস সহ সভাপতি প্রধানমন্ত্রী পদের অমর্যাদা করবেন না বলে জানান।
তবে তিনি অভিযোগ করেন, মোদীজী বিরোধী পক্ষে থাকার সময় কিন্তু প্রধানমন্ত্রী সম্পর্কে অশ্রদ্ধাসূচক কথাবার্তা বলতেন। বলেন, আমাদের সঙ্গে ওদের পার্থক্য এখানেই। মোদী আমাদের সম্পর্কে যা-ই বলুন না কেন, আমরা একটা নির্দিষ্ট সীমার বাইরে যাব না। দেশের প্রধানমন্ত্রীর মর্যাদা ক্ষুন্ন করব না।
যদিও রাহুল এদিনও প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বলেন, আমরা কিন্তু সত্যি কথাই বলি। এটা ঘটনা, গুজরাত মে বিকাশ পাগল হো গয়া হ্যায়।
পাশাপাশি রাজনৈতিক ইস্যুতে তিনি নিজেই ট্যুইট করেন কিনা, কী কারণে হঠাত তাঁর ট্যুইটের রিট্যুইট, ফলোয়ার সংখ্যা বেড়ে গেল, তা নিয়ে যে জল্পনা, গুঞ্জন ছড়িয়েছে, সে ব্যাপারেও রাহুল মুখ খোলেন। সব ট্যুইট তাঁরই, তবে ৩-৪ জনের একটি টিম তাঁকে পরামর্শ দিয়ে এ ব্যাপারে সাহায্য করে বলে জানান। তিনদিনের গুজরাত সফরে আসা রাহুল গতকালও জিএসটি নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করে ট্যুইট করেন, ভারতের গব্বর সিং ট্যাক্স-এর প্রয়োজন নেই। আমাদের আসল জিএসটি চাই। দেশবাসীর পাশাপাশি কংগ্রেসও আন্দোলন করেছে যাতে ২৮ শতাংশ কর তালিকায় পণ্যের সংখ্যায় কাটছাঁট সুনিশ্চিত করা যায়। এরপর আমাদের লক্ষ্য, একটিই কর হার থাকবে, সর্বোচ্চ ১৮ শতাংশ। বিজেপি না করলে কংগ্রেস করবেই।
প্রধানমন্ত্রী মোদীর ভুল-ত্রুটি তুলে ধরব, কিন্তু তাঁকে অসম্মান করব না, গুজরাতে রাহুল
Web Desk, ABP Ananda
Updated at:
12 Nov 2017 01:42 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -