নয়াদিল্লি: বিনা প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেস সভাপতি পদে নির্বাচিত হতে চলেছেন রাহুল গাঁধী। দলের রিটার্নিং অফিসার এম রামচন্দ্রন জানিয়েছেন, এই পদে রাহুল গাঁধীই একমাত্র প্রার্থী। তাঁর দাবি, রাহুল গাঁধীর নাম প্রস্তাব করে মোট ৮৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। স্ক্রুটিনির পর সমস্ত মনোনয়নপত্রই বৈধ বলে দেখা গিয়েছে। সবমিলিয়ে রাহুলে সভাপতি পদে অভিষেক আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষামাত্র। এদিকে, দলে পরিবারতন্ত্রের অভিযোগ নিয়ে ফের রাহুলকে নিশানা করেছেন কংগ্রেস নেতা শাহজাদ পুনাওয়ালা। তাঁর ট্যুইট, ‘খুবই আশ্চর্যের বিষয় হল, কংগ্রেস সভাপতি পদে রাহুল একমাত্র প্রার্থী।। শাহজাদার রাজতিলক প্রতিযোগিতা বা নির্বাচন নয়’।
পুনাওয়ালা আরও লিখেছেন, ‘বেচারা পরিবারতন্ত্র একটা ড্যামি প্রার্থীও দাঁড় করাতে পারল না। কারণ, আমি রাহুলের মুখোশ খুলে দিয়েছি। আমি সঠিকভাবেই প্রমাণ করেছি, এটা নির্বাচন নয়, সভাপতি পদে রাহুলকে বেছে নেওয়া মাত্র’। উল্লেখ্য, শাহজাদ এর আগেও একে ‘ইলেকশন নয়, সিলেকশন’ বলে অভিহিত করেছিলেন।