'রাহুল গাঁধী জড়িয়ে ধরলে বৌ ছেড়ে চলে যাবে', বললেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে
ABP Ananda, Web Desk | 27 Jul 2018 09:03 AM (IST)
নয়াদিল্লি: রাহুল গাঁধী অভিযোগ করেছেন, তাঁকে দেখলেই আজকাল বিজেপি সাংসদরা পিছু হঠছেন কারণ তাঁদের ভয়, তিনি না জড়িয়ে ধরেন। এ ব্যাপারে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে মন্তব্য করেছেন, জড়িয়ে ধরার ইচ্ছে থাকলে আগে বিয়ে করে ফেলুন কংগ্রেস সভাপতি। না হলে ডিভোর্স হয়ে যেতে পারে তাঁর। নিশিকান্ত বলেছেন, বিজেপি সাংসদদের রাহুলের আলিঙ্গনে আপত্তি নেই কিন্তু তার আগে তাঁকে বিয়ে করতে হবে। ৩৭৭ ধারা এখনও খারিজ হয়ে যায়নি, রাহুল এরকম যখন তখন বেমক্কা জড়িয়ে ধরলে বৌ রেগে গিয়ে চলে যেতে পারেন। ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা অনুযায়ী সমলিঙ্গের মানুষের মধ্যে যৌন সম্পর্ক অপরাধ। গত সপ্তাহে সংসদে অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনার সময় রাহুল গাঁধী উঠে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জড়িয়ে ধরেন। তা নিয়ে তুমুল বিতর্ক হয়।