গাঁধী হত্যায় আরএসএসকে দায়ী করায় রাহুলকে তিরস্কার, ক্ষমা চাইতে বলল সুপ্রিম কোর্ট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Jul 2016 10:57 AM (IST)
নয়াদিল্লি: মহাত্মা গাঁধীকে আরএসএস হত্যা করেছে বলায় ইতিমধ্যেই মামলায় জড়িয়ে পড়া রাহুল গাঁধীকে কড়া ভাষায় তিরস্কার করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত কংগ্রেস সহ সভাপতিকে স্পষ্ট বলল, এভাবে একটি সংগঠনের একতরফা নিন্দা করতে পারেন না আপনি। আরএসএস সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জন্য তাঁকে ভর্তস্যনা করে ক্ষমা চাইতে বলেছে বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি আর এফ নরিম্যানকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ। ক্ষমা না চাইলে আপনাকে বিচারের মুখোমুখি হতেই হবে, এও রাহুলকে জানিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। রাহুলকে তাঁর বক্তব্য বিস্তারিত জানাতে বুধবার, ২৭ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ওই মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মানহানির মামলা খারিজ করার জন্য কংগ্রেস সহ সভাপতির আ