নয়াদিল্লি: নরেন্দ্র মোদীকে ফোন রাহুল গাঁধীর। কেরলের বন্যা পরিস্থিতি ভয়াবহ চেহারা নিতে চলায় তিনি প্রধানমন্ত্রীকে ফোন করে রাজ্যের বন্যাকবলিত জেলাগুলির ব্যাপারে তাঁকে অবহিত করে বিপর্যয় মোকাবিলায় কেন্দ্রের সহায়তা চান। ক্ষতিগ্রস্ত, বন্যাপীড়িত কেরলবাসীকে ত্রাণ দিক কেন্দ্র, উদ্ধারকার্য্যেও সাহায্য করুক, মোদীকে অনুরোধ করেন কংগ্রেস নেতা রাহুল। কেরলের যে ওয়েনাড় থেকে রাহুল এমপি হয়েছেন, সেখানেও বিস্তীর্ণ এলাকা বন্যার গ্রাসে।



পরে রাহুল ট্যুইট করেন, রাজ্যে, বিশেষত ওয়েনাড়ে বন্যা ও ধসে বিরাট ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য সম্ভাব্য যাবতীয় সহায়তা চেয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। বিপর্যয়, ক্ষয়ক্ষতি লাঘব করতে প্রয়োজনীয় যে কোনও সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

রাহুল কংগ্রেস কর্মীদের আগেই বন্যা পরিস্থিতি মোকাবিলায় নামার আবেদন জানান। ট্যুইট করেন, কেরল, কর্নাটক, মহারাষ্ট্র, গুজরাত, ওড়িষা, অসম, বিহারের বন্যা পরিস্থিতি ভয়াবহ, লক্ষ লক্ষ মানুষ আটকে পড়েছেন বা ঘরবাড়ি হারিয়েছেন। ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির কংগ্রেস কর্মীদের বলছি, বিপদে পড়া মানুষের জন্য যা যা করা সম্ভব করুন, বন্যার দাপট কমার জন্য প্রার্থনা করুন।