নয়াদিল্লি:  চলতি সপ্তাহেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ছাড়াবে।  এই আশঙ্কা প্রকাশ করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধী।  করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশ 'ভালো অবস্থায় রয়েছে' বলে কেন্দ্রের দাবির যৌক্তিকতা নিয়ে  ইতিমধ্যেই  প্রশ্ন তুলেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধী।
উল্লেখ্য, কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলা নিয়ে সরকারের সমালোচনায় সরব রাহুল। হিন্দিতে এক ট্যুইটে রাহুল বলেছেন, চলতি সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ছাপিয়ে যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র প্রধানকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনও ট্যাগ করেছেন রাহুল। ওই প্রতিবেদনে হু প্রধান সতর্ক করে বলেছেন, উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা না হলে বিশ্বে করোনা পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠবে।
হু প্রধান সোমবার  করোনাভাইরাস সম্পর্কে মিশ্র বার্তার মাধ্যমে মানুষের আস্থা ক্ষুন্ন করায় বিশ্বের বেশ কয়েকটি সরকারের নেতাদের সমালোচনা করেছেন। একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ওই দেশগুলিতে সংক্রমণের উর্দ্ধগতি রোখা না গেলে অদূর ভবিষ্যতে স্বাভাবিক পরিস্থিতি  ফিরবে না।
ভারতে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২৮,৪৯৮। সবমিলিয়ে দেশে আক্রান্তর সংখ্যা নয় লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মাত্র তিন দিন আগেই এই সংখ্যা আট লক্ষ ছাড়িয়েছিল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যানে এ কথা জানা গেছে।