গুয়াহাটি:  রাহুল গাঁধীকে তলব করল গুয়াহাটির ম্যাজিস্ট্রেট আদালত। গত বছর বরপেটায় তাঁকে মন্দিরে ঢুকতে দেওয়া নিয়ে আরএসএসকে দায়ী করায় রাহুলের বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা হয়েছে। সেই মামলায় বিচারের মুখোমুখি হতে কংগ্রেস সহ সভাপতিকে অভিযুক্ত হিসাবে সমন জারি করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধি(আইপিসি)-র ৫০০ অনুচ্ছদের আওতায় ২১ সেপ্টেম্বর হাজিরা দিতে রাহুলকে তলব পাঠিয়েছেন কামরূপের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম) সঞ্জয় হাজারিকা। প্রসঙ্গত,  ওই অনুচ্ছেদে বলা হয়েছে, কারও সম্মানহানি  করা হলে দোষীর কারাবাসের সাজা হবে। সাজার মেয়াদ দু বছর পর্যন্ত হতে পারে, সঙ্গে আর্থিক জরিমানাও।

এর আগে ২ আগস্ট রাহুলকে মামলায় সমন  পাঠানো হবে কিনা, সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি আজ পর্যন্ত স্থগিত ঘোষণা করেছিল আদালত।

 

সিজেএম আদালতে রাহুলের বিরুদ্ধে ফৌজদারি অবমাননা মামলা করেছিলেন অঞ্জন বোরা নামে জনৈক আরএসএস কর্মী। তাঁর অভিযোগ, রাহুলের গত বছর ১২ ডিসেম্বর কামরূপের ষোড়শ শতকের গৌড়ীয় মঠ, বরপেটা সত্র  মন্দিরে যাওয়ার কথা ছিল। তিনি সেখানে না গিয়ে পদযাত্রায় যোগ দেন। কিন্তু দুদিন বাদে ১৪ ডিসেম্বর নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠক ডেকে রাহুল অভিযোগ করেন, তিনি মন্দিরে ঢুকতে গেলেও সেখানকার নির্বাচিত প্রতিনিধি ও আরএসএস সমর্থকদের বাধায় পা রাখতে পারেননি। রাহুল মিথ্যাচার করেছেন বলে দাবি করে পিটিশনে বোরা জানান, রাহুলের অপেক্ষায় সেদিন মন্দিরে অপেক্ষা করে ছিলেন সত্রের নির্বাচিত সদস্যরা ছাড়াও বহু সাধারণ দর্শনার্থী। কিন্তু তিনিই আসেননি।  আরএসএসকে দায়ী করে তিনি তার ভাবমূর্তি নষ্ট করেছেন বলে অভিযোগ করেছেন বোরা।