নয়াদিল্লি: ২০০৮-এ মুম্বই হামলার মূলচক্রী তথা লস্কর-ই-তৈবার মাথা হাফিজ সইদকে গৃহবন্দী অবস্থা থেকে মুক্তি দিয়েছে পাকিস্তান। এই ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দিলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী। বললেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদীর আলিঙ্গনের কূটনীতি ব্যর্থ হয়েছে বলে কটাক্ষ করলেন রাহুল। ট্যুইটার হ্যান্ডেলে রাহুল লিখেছেন, মোদী ও ট্রাম্পের মধ্যে আরও আলিঙ্গন জরুরি ভিত্তিতে প্রয়োজন। তাঁর তীর্যক ট্যুইট- ‘নরেন্দ্র ভাই??? ???? ???.কথা এগোল না। সন্ত্রাসের মূলচক্রী ছাড়া পেয়ে গেল।প্রেসিডেন্ট ট্রাম্প সদ্যই পাকিস্তানকে সামরিক খাতে অর্থসাহায্য করার ক্ষেত্রে লস্করকে বাদ দিয়েছেন। আলিঙ্গনের কূটনীতি ব্যর্থ। তাই আরও বেশি আলিঙ্গন অবিলম্বে প্রয়োজন হয়ে পড়েছে’।
গতকাল ছাড়া পেয়েছেন পাকিস্তানে গৃহবন্দী হাফিজ। ছাড়া পাওয়ার পর প্রথম বক্তৃতাতেই তাঁকে বন্দী রাখার জন্য ভারত ও আমেরিকাকে দায়ী করেছিলেন। সেই সঙ্গে কাশ্মীর নিয়েও হুঙ্কার ছেড়েছেন হাফিজ।
আমেরিকা কর্তৃক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্করের মাথা হাফিজ। গত ৩১ জানুয়ারি থেকে তিনি গৃহবন্দী ছিলেন।
জঙ্গি গোষ্ঠীগুলিকে মদত সংক্রান্ত আমেরিকার কঠোর মনোভাবের পরিপ্রেক্ষিতেই পাকিস্তান হাফিজকে গৃহবন্দী করতে পাকিস্তান বাধ্য হয়েছিল। মুম্বই হামলায় ভূমিকার জন্য হাফিজকে রাষ্ট্রপুঞ্জ ও আমেরিকা আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করেছিল।