কংগ্রেস নেতা গুলাম নবি আজাদও ডিএসপি হত্যার ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন, ‘পবিত্র রমজান মাসে একজন ব্যক্তিকে হত্যা করা নিন্দনীয়। ডিএসপি-কে যেভাবে হত্যা করা হয়েছে, সেটা অত্যন্ত লজ্জাজনক। জনতার যদি ওই ব্যক্তির পরিচয় নিয়ে সংশয় থাকত, তাহলে নিজেদের হাতে আইন তুলে না নিয়ে তাঁদের পুলিশে খবর দেওয়া উচিত ছিল।’ ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাও ট্যুইট করে এই ঘটনার নিন্দা করেছেন। বিচ্ছিন্নতাবাদী নেতা মীরওয়াইজ ফারুক এই ঘটনাকে বর্বরোচিত বলে দাবি করেছেন।
জম্মু ও কাশ্মীরের ডিজিপি এস পি বৈদ বলেছেন, ডিএসপি হত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে দু জনকে গ্রেফতার করা হয়েছে। তৃতীয় এক ব্যক্তিকেও চিহ্নিত করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককেই গ্রেফতার করে সাজা দেওয়ার ব্যবস্থা করা হবে।