নয়াদিল্লি: কংগ্রেস সহ-সভাপতি থেকে সভাপতি পদে রাহুল গাঁধীর উত্তরণ নিয়ে ফের জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে, এ মাসেই কংগ্রেস সভাপতি হয়ে যাবেন রাহুল।
কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী এই মুহূর্তে আছেন উত্তরপ্রদেশে। নিজের নির্বাচনী কেন্দ্র রায়বরেলিতে দু দিনের সফরে গিয়েছেন তিনি। রাহুলের সভাপতি হওয়ার বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে কংগ্রেসের নেতা ও সাধারণ কর্মীরা এখন থেকেই উত্তেজিত।
মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী শোভা ওঝা এই খবরে উল্লসিত। তিনি বলেছেন, দল রাহুলের সভাপতি হওয়ার অপেক্ষায় রয়েছে। এই সম্ভাবনা সত্যি হলে দলের সবাই খুশি হবেন। সংসদ থেকে শুরু করে রাস্তায় নেমে লড়াই করছেন রাহুল। তিনি দলের হাল ফেরানোর জন্য পরিশ্রম করছেন।
পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ বলেছেন, কংগ্রেস সভানেত্রী হিসেবে ২০ বছর ধরে কাজ করেছেন সনিয়া। এবার নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়া উচিত। অমরিন্দরের আশা, দলীয় সভাপতির দায়িত্ব ভালভাবেই পালন করবেন রাহুল।
২০১৪ সালের লোকসভা নির্বাচনের পর থেকেই একের পর এক নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি হয়েছে। পাঁচটি রাজ্যে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনেও ভাল ফল করতে পারেনি শতাব্দী প্রাচীন দলটি। সেই কারণেই এবার দলে রদবদলের সম্ভাবনা দেখা যাচ্ছে।
তবে কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব বুধবার বলেছেন, এই মুহূর্তে সনিয়া ও রাহুলের নেতৃত্বে কাজ করছে কংগ্রেস। যদি রাহুলকে সভাপতি করার সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে তা যথাসময়ে জানানো হবে।
এ মাসেই কংগ্রেস সভাপতি রাহুল!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Jun 2016 04:44 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -