নয়াদিল্লি: আগামী অক্টোবরেই কংগ্রেস সভাপতির পদে উন্নীত হতে পারেন রাহুল গাঁধী। অন্তত এমনটাই শোনালেন দলের নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তাঁর দাবি, আগামী লোকসভা নির্বাচনে বিরোধী মুখও হবেন রাজীব-তনয়।
কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর জায়গায় কবে স্থলাভিষিক্ত হবেন পুত্র রাহুল—এই প্রশ্ন এখন দলের অন্দরে বেশ কিছুদিন ধরেই ঘুরপাক খাচ্ছে। অসুস্থতা সত্ত্বেও দীর্ঘদিন ধরে সভানেত্রীর পদে রয়েছেন সনিয়া।
খবরে প্রকাশ, আগামী ১৫ অক্টোবরের মধ্যে দলীয় নির্বাচন সম্পন্ন করতে হবে দেশের শতাব্দীপ্রাচীন দলকে। গত জুন মাসে এই মর্মে অভ্যন্তরীণ নির্বাচনের সূচিকে অনুমোদন করেছে দলের সর্বোচ্চ-নীতি নির্ধারক কংগ্রেস ওয়ার্কিং কমিটি।
সেখানেই রাহুলকে সহ-সভাপতি থেকে উন্নীত করে সভাপতি নিয়োগ করার বিষয়টি প্রায় পাকা হয়ে গিয়েছিল। এদিন সেই জল্পনা আরও জোরালো হল সিন্ধিয়ার কথায়।
লোকসভায় দলের মুখ্য সচেতক সিন্ধিয়া এদিন জানান, পর্যালোচনার সময় শেষ হয়ে গিয়েছে। এবার ২০১৯ সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে দলকে নিজের গেমপ্ল্যান তৈরি করতে হবে।
তিনি দাবি করেন, আগামী নির্বাচনে পরাজয়ের সম্মুখীন হবে মোদী সরকার। ঠিক যেমন, ‘ইন্ডিয়া স্লোগান’ সত্ত্বেও ২০০৪ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন প্রথম এনডিএ সরকার পরাজিত হয়েছিল।
আগামী লোকসভা নির্বাচনে দলের মুখ কে হবেন এই প্রশ্নের জবাবে সিন্ধিয়া বলেন, রাহুল গাঁধী দলকে নেতৃত্ব দিচ্ছেন এবং ভবিষ্যতেও দেবেন। কিন্তু, বিরোধী মুখ হবেন কি? উত্তরে সিন্ধিয়া জানান, তিনি আশাবাদী।
কিন্তু, দলের সভাপতির পদে কবে আসীন হবেন ‘যুবরাজ’? সিন্ধিয়া ইঙ্গিত দেন, আগামী অক্টোবরেই দলের সাংগঠনিক নির্বাচনেই রাহুল নতুন দায়িত্ব নেবেন।