লখনউ: কংগ্রেসের সহ সভাপতি রাহুল গাঁধী আজ থেকে শুরু করছেন উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের প্রচার অভিযান। 'খাট সভা' দিয়ে পূর্ব উত্তরপ্রদেশের দেওরিয়া থেকে শুরু হচ্ছে রাহুলের নির্বাচনী প্রচার।

দলকে নতুন করে উজ্জীবিত করতে এবং রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ দেশের এই রাজ্য থেকে কংগ্রেসের ২৭ বছরের নির্বাসন মুছে দিতে একেবারে নীচুতলার মানুষের কাছে পৌঁছতে আগ্রহী রাহুল। তাই তিনি এবারে নির্বাচনী প্রচারে প্রায় আড়াই হাজার কিমি পথ হেঁটে যাবেন। এই কিষাণ যাত্রার শুরুই হবে দেওরিয়া থেকে।

রাহুলের দফতরের তরফে এক টুইটের মাধ্যমে কংগ্রেস সহ সভাপতির আসন্ন শিডিউল জানানো হয়েছে। দেওরিয়া থেকে দিল্লি পদব্রজে যাত্রা করবেন রাহুল, এবং সেই যাত্রা শুরু আজ থেকে। উত্তরপ্রদেশে গরীব, চাষী ও শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠা করাই রাহুলের মূল লক্ষ্য। এই কিষাণ যাত্রার মাধ্যমে মানুষকে সেই বার্তাই দিতে চান কংগ্রেস সহ সভাপতি।





রাহুল আজকের যাত্রা শুরু করবেন পঞ্চলরি ক্রিটপুরা গ্রাম থেকে। আজ গ্রামের প্রতিটি বাড়ি গিয়ে প্রত্যেক মানুষের সঙ্গে কথা বলবেন। তাঁদের দাবি দাওয়া শুনবেন। কৃষকদের সঙ্গে খাট সভাও করবেন রাহুল। এই ধরনের সভার সঙ্গে অনেকেই ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে মোদীর 'চায় পে চর্চা'র মিল পাচ্ছেন।

এই নির্বাচনী প্রচারে বিভিন্ন জায়গায় রোড শোও করবেন রাহুল। যাত্রার প্রথম দুদিন রাহুল যাবেন কুশিনগর, গোরক্ষপুর, সন্ত কবীরনগর এবং বস্তিতে।