নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের কাঠুয়া এবং উত্তরপ্রদেশের উন্নাওয়ে নৃশংস গণধর্ষণের প্রতিবাদে মধ্যরাতে দিল্লির ইন্ডিয়া গেটে মোমবাতি মিছিলে যোগ দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তাঁর সঙ্গে মিছিলে দেখা যায় প্রিয়ঙ্কা বঢরা ও তাঁর স্বামী রবার্ট বঢরাকেও। এছাড়া কংগ্রেস নেতা-কর্মীরাও এই মিছিলে যোগ দেন।

এই মিছিলে যোগ দেওয়ার জন্য মানুষকে আহ্বান জানিয়ে রাহুল ট্যুইট করে বলেন, ‘কোটি কোটি ভারতীয়র মতো আজ রাতে আমার হৃদয়ও ভারাক্রান্ত। ভারত মেয়েদের সঙ্গে এই ধরনের আচরণ করতে পারে না। এই হিংসার প্রতিবাদ এবং বিচারের দাবিতে আজ মধ্যরাতে ইন্ডিয়া গেটে আমার সঙ্গে নীরব, শান্তিপূর্ণ মোমবাতি মিছিলে যোগ দিন।’



এর আগে আরও একটি ট্যুইট করে কাঠুয়ার ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে রাহুল বলেন, এমন নৃশংসতা কল্পনা করা যায় না। আমরা যদি একটা নিষ্পাপ শিশুর ওপর এমন অকল্পনীয় নৃশংসতা ঘটতে দিই, আর তা নিয়ে রাজনীতি চলে, তবে আমরা কী হয়ে উঠেছি!