এই মিছিলে যোগ দেওয়ার জন্য মানুষকে আহ্বান জানিয়ে রাহুল ট্যুইট করে বলেন, ‘কোটি কোটি ভারতীয়র মতো আজ রাতে আমার হৃদয়ও ভারাক্রান্ত। ভারত মেয়েদের সঙ্গে এই ধরনের আচরণ করতে পারে না। এই হিংসার প্রতিবাদ এবং বিচারের দাবিতে আজ মধ্যরাতে ইন্ডিয়া গেটে আমার সঙ্গে নীরব, শান্তিপূর্ণ মোমবাতি মিছিলে যোগ দিন।’
এর আগে আরও একটি ট্যুইট করে কাঠুয়ার ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে রাহুল বলেন, এমন নৃশংসতা কল্পনা করা যায় না। আমরা যদি একটা নিষ্পাপ শিশুর ওপর এমন অকল্পনীয় নৃশংসতা ঘটতে দিই, আর তা নিয়ে রাজনীতি চলে, তবে আমরা কী হয়ে উঠেছি!