আগামীকাল সাইক্লোন-বিধ্বস্ত গ্রামগুলিতে যাবেন রাহুল
Web Desk, ABP Ananda | 13 Dec 2017 08:57 PM (IST)
তিরুঅনন্তপুরম: আগামীকাল সাইক্লোন অক্ষি-বিধ্বস্ত কেরল ও তামিলনাড়ুর গ্রামগুলি পরিদর্শনে যাবেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। কংগ্রেস সূত্রে খবর, তিনি কেরলের তিরুঅনন্তপুরমের পুনথুরা ও বিঝিনজাম গ্রামে যাবেন। এছাড়া তামিলনাড়ুর কন্যাকুমারী জেলার চিন্নাথুরাইয়েও যাবেন রাহুল। তিরুঅনন্তপুরমে সাইক্লোনে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। কংগ্রেস সূত্রে খবর, প্রথমে সেখানে গিয়ে মৎস্যজীবীদের সঙ্গে দেখা করবেন রাহুল। এরপর তিনি চিন্নাথুরাইয়ে গিয়ে সেখানকার সেন্ট জাজেস কলেজের মাঠে সাইক্লোন-দুর্গতদের সঙ্গে দেখা করবেন। প্রয়াত আরএসপি নেতা বেবি জনের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানেও যোগ দেবেন রাহুল। তিনি একটি মিছিলেও যোগ দিতে পারেন।