নয়াদিল্লি: দুদিনের দক্ষিণ ভারত সফর বাতিল করলেন রাহুল গাঁধী। প্রবল জ্বরে আক্রান্ত হয়েছেন তিনি বলে নিজের মুখেই জানালেন কংগ্রেস সহ-সভাপতি।
মঙ্গলবার থেকেই দুদিনের সফরে পুদুচেরি, তামিলনাড়ু ও কেরল যাওয়ার কথা ছিল রাহুলের। কিন্তু, অসুস্থ বোধ করায় সেই সফর বাতিল হয়। টুইটারে রাহুল লেখেন, দুর্ভাগ্যবশত গত রবিবার থেকেই জ্বরে আক্রান্ত আমি। চিকিৎসক দুদিনের বিশ্রামের পরামর্শ দিয়েছেন। এরসঙ্গেই পুদুচেরি, তামিলনাড়ু ও কেরলের বাসিন্দাদের কাছে ক্ষমাপ্রার্থনা করেন ৪৫ বছরের নেতা। তিনি জানান, শীঘ্রই তিনি নতুন সফরসূচি জানিয়ে দেবেন।
সম্প্রতি, রাহুলের ওপর হামলা হতে পারে বলে একটি উড়ো চিঠি আসে। এরপরই দলীয় সহ-সভাপতির নিরাপত্তা নিয়ে সুনিশ্চিত করতে গতকালই কংগ্রেসের শীর্ষ নেতারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে দেখা করেন। সেখানে রাহুলের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।
জ্বরে কাবু রাহুল বাতিল করলেন দক্ষিণ ভারত সফর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 May 2016 12:57 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -