নয়াদিল্লি: দু’বছর পর ফের আজ নয়াদিল্লির একটি অভিজাত হোটেলে ইফতার পার্টি আয়োজন করল কংগ্রেস। রাহুল গাঁধী সভাপতি হওয়ার পর এটাই ছিল প্রথম ইফতার। সেখানে নরেন্দ্র মোদীর বিরোধী একঝাঁক নেতাকে দেখা গেল। সব জল্পনার অবসান ঘটিয়ে হাজির হন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে একই টেবলে দেখা যায় রাহুলকে। দু’পাশে দুই প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব ও প্রতিভা পাতিলকে নিয়ে বসেন কংগ্রেস সভাপতি।
এই অনুষ্ঠানে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দীনেশ ত্রিবেদী, সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, ডিএমকে নেত্রী কানিমোঝি, লোকতান্ত্রিক জনতা দলের নেতা, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত সহ কংগ্রেস নেতা-নেত্রীরা ছিলেন। এছাড়া ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলাই কুদাশেভও ছিলেন।