শিলং:  আগামী ২৭ ফেব্রুয়ারি মেঘালয়ায় বিধানসভা নির্বাচন। তার আগে সেখানে নিজেদের খুঁটি আরও শক্ত করতে এবং আগামী প্রজন্মের মধ্যে কংগ্রেস সম্পর্কে ইতিবাচক মনোভাব ছড়াতে আমজনতার মাঝে হাজির হন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। মেঘালয়ের এক রক-কনসার্টে রাহুল যান কালো জ্যাকেট এবং জিনসে। কিন্তু আচমকাই সেই জ্যাকেট এখন বিজেপির নজরে। এই জ্যাকেট নিয়ে সরগরম টুইটারও। প্রসঙ্গত, ওই জ্যাকেটের দাম ৯৯৫ ডলার, ভারতীয় মুদ্রায় যা ৬৩ হাজার ৪০০ টাকার আশেপাশে। ব্রিটিশ ব্র্যান্ড বারবেরির জ্যাকেটটি।





এই জ্যাকেট নিয়ে বিতর্ক কারণ, ভারতের প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সফরের সময় প্রধানমন্ত্রী মোদী যে স্যুটটি পরেছিলেন, তা পরে নিলামে ৪.৩১ কোটি টাকা দাম ওঠে। রাহুল তখন মোদীকে কটাক্ষ করে বলেছিলেন স্যুট-বুট কি সরকার। এবার সেই কটাক্ষেরই জবাব দিতে কোমর বেঁধে মাঠে নেমেছে বিজেপি। তবে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ কংগ্রেসও। কংগ্রেস নেতা রেনুকা চৌধুরী পাল্টা বিজেপিকে তোপ দেগে বলেছেন এঁরা তাঁরাই যাঁরা প্রধানমন্ত্রী মোদীর জ্যাকেট কোটি টাকায় নিলাম করেছিলেন।

আপাতত মেঘালয়ে ক্ষমতা ধরে রাখতে মরিয়া কংগ্রেস, বিজেপির থেকে এই নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা রাখছে। রাহুলের জ্যাকেট প্রসঙ্গ উল্লেখ করে কংগ্রেসকে ভোটযুদ্ধের আগে কিছুটা বেকায়দায় ফেলার চেষ্টা বিজেপির।