এই জ্যাকেট নিয়ে বিতর্ক কারণ, ভারতের প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সফরের সময় প্রধানমন্ত্রী মোদী যে স্যুটটি পরেছিলেন, তা পরে নিলামে ৪.৩১ কোটি টাকা দাম ওঠে। রাহুল তখন মোদীকে কটাক্ষ করে বলেছিলেন স্যুট-বুট কি সরকার। এবার সেই কটাক্ষেরই জবাব দিতে কোমর বেঁধে মাঠে নেমেছে বিজেপি। তবে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ কংগ্রেসও। কংগ্রেস নেতা রেনুকা চৌধুরী পাল্টা বিজেপিকে তোপ দেগে বলেছেন এঁরা তাঁরাই যাঁরা প্রধানমন্ত্রী মোদীর জ্যাকেট কোটি টাকায় নিলাম করেছিলেন।
আপাতত মেঘালয়ে ক্ষমতা ধরে রাখতে মরিয়া কংগ্রেস, বিজেপির থেকে এই নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা রাখছে। রাহুলের জ্যাকেট প্রসঙ্গ উল্লেখ করে কংগ্রেসকে ভোটযুদ্ধের আগে কিছুটা বেকায়দায় ফেলার চেষ্টা বিজেপির।