বেঙ্গালুরু: উত্তর কর্নাটকের হুবলি বিমানবন্দরে নামার আগে দুর্ঘটনায় পড়তে পড়তে বাঁচল কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর বিমান। কংগ্রেস এ ব্যাপারে পুলিশে অভিযোগ করেছে, দ্বারস্থ হয়েছে ডিজিসিএ-র। ঘটনার তদন্ত চেয়েছে তারা, তাদের দাবি, এর পিছনে ষড়যন্ত্র রয়েছে।
রাজ্য বিধানসভা ভোটের আগে উত্তর কানাড়া, দক্ষিণ কানাড়া, কোদাগু ও মাইসোরের কংগ্রেস প্রার্থীদের জন্য প্রচারে কর্নাটক যাচ্ছিলেন রাহুল। গতকাল বেলা পৌনে এগারোটা নাগাদ মাটি ছোঁয়ার অল্প আগে আচমকা রাহুলের বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। বাঁ দিকে অনেকটা হেলে যায় বিমানটি, কাঁপতে কাঁপতে হু হু করে নেমে আসে নীচে। কংগ্রেস দাবি করেছে, তৃতীয়বারের চেষ্টায় বেলা ১১টা ২৫ নাগাদ তা মাটি ছুঁতে পারে।
রাহুল ঘনিষ্ঠ কৌশল বিদ্যার্থী এ নিয়ে একটি চিঠি লিখেছেন রাজ্য পুলিশের ডিজিকে। তাঁর বক্তব্য, ঘটনার সময় আবহাওয়া স্বাভাবিক ছিল, ঝোড়ো হাওয়াও বইছিল না। এরপরেও এমনটা ঘটা খুবই সন্দেহজনক। কেউ ইচ্ছে করে বিমানটির যান্ত্রিক ত্রুটি ঘটায়, এ ব্যাপারে তদন্ত হোক।
যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে অবহেলা ও মানুষের জীবন বিপন্ন করার অভিযোগে পুলিশে অভিযোগও দায়ের করা হয়েছে।
বলা হয়েছে, বিমানের অটোপাইলট মোড ঠিকমত কাজ করছিল না। বিমানকর্মীরাও নাকি পরিস্থিতি দেখে ভীত হয়ে পড়েন, দাবি করেন, এ ধরনের ঘটনার মুখোমুখি আগে হতে হয়নি তাঁদের।
যদিও ডিজিসিএ-র বক্তব্য, অটো পাইলট মোডে কোনও সমস্যা হওয়াতেই বিমানটির মাটি ছোঁয়ায় সমস্যা হয়, পাইলট ম্যানুয়াল মোডে নিরাপদে তা অবতরণ করান। এ ধরনের ঘটনা অস্বাভাবিক কিছু নয়, তবে যে কোনও ভিআইপি উড়ানেই ডিজিসিএ এ ধরনের ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে। এ ক্ষেত্রেও তা হবে।
আকাশে যান্ত্রিক ত্রুটি, কোনওমতে দুর্ঘটনা এড়াল রাহুল গাঁধীর বিমান, কংগ্রেসের অভিযোগ, ষড়যন্ত্র
ABP Ananda, Web Desk
Updated at:
27 Apr 2018 08:26 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -