নয়াদিল্লি: ট্যুইটারে ১০ মিলিয়ন ফলোয়ার হল রাহুল গাঁধীর। ট্যুইট করে অনুরাগীদের ধন্যবাদ জানালেন ওয়েইনাড়ের সাংসদ। একই সঙ্গে জানালেন, তিনি এই মাইলস্টোনকে আনন্দের সঙ্গেই উদযাপন করবেন। আর এই সেলিব্রেশন হবে তাঁর পূর্বতন লোকসভা কেন্দ্র অমেঠিতে। রাহুল ট্যুইটে লিখেছেন, “১০ মিলিয়ন ট্যুইটার ফলোয়ার-সবাইকে ধন্যবাদ। আজ অমেঠিতে যেখানে কংগ্রেস কর্মী ও সমর্থকদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে, সেখানেই এই মাইলস্টোনের সেলিব্রেশন হবে।”
প্রসঙ্গত, মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটারে ভারতীয় নেতাদের মধ্যে সবথেকে বেশি ফলোয়ার রয়েছে নরেন্দ্র মোদির। এখনও পর্যন্ত ৪৮ মিলিয়ন ট্যুইটার ফলোয়ার রয়েছে তাঁর। এদিক থেকে দেখতে গেলে রাহুল অনেকটাই পিছিয়ে। কংগ্রেস আরও এক নেতাও ট্যুইটারে বেশ জনপ্রিয়। তিনি শশী তারুর। এখনও পর্যন্ত তাঁর ট্যুইটার ফলোয়ার ৭ মিলিয়নের কাছাকাছি।
উল্লেখ্য, রাহুল গাঁধী ১৯৯৯ সাল থেকে উত্তরপ্রদেশের অমেঠি লোকসভা কেন্দ্রের জনপ্রতিনিধি ছিলেন। সপ্তদশ লোকসভা নির্বাচনে ওই কেন্দ্র থেকে স্মৃতি ইরানির কাছে হারেন রাহুল। তবে কেরলের ওয়েইনাড় থেকে জিতে লোকসভার সদস্য নির্বাচিত হন তিনি। ভোটে কংগ্রেসের ভরাডুবির পর সমস্ত দায় নিয়ে কংগ্রেস সভাপতির পদ থেকেও সরে দাঁড়ান রাহুল।