পটনা: বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদির দায়ের করা মানহানি মামলায় পটনার আদালতে জামিন মঞ্জুর রাহুল গাঁধীর। সব চোরের কেন মোদি পদবি হয়? রাহুলের এই মন্তব্যের বিরোধিতা করে অবমাননা মামলা করেছিলেন বিহার বিজেপির শীর্ষ নেতা সুশীল। গত ১৩ এপ্রিল কর্নাটকের কোলারে নির্বাচনী জনসভায় রাহুল বলেছিলেন, আমার একটা প্রশ্ন আছে। নীরব মোদি, ললিত মোদি, নরেন্দ্র মোদি, যে-ই হোক, কেন চোরেদের সবার নামে মোদি পদবি হয়! জানি না, আর কত মোদি বেরিয়ে আসবে।
এজন্য সুশীল মোদি রাহুলের বিরুদ্ধে অবমাননার মামলা দায়ের করেন। তিনি বলেছিলেন, মোদি পদবিধারী সবাইকেই এভাবে অপমান, আঘাত করেছেন রাহুল।

সুশীলের কৌঁসুলি জানান, ৮ আগস্ট পরবর্তী শুনানি। তিনি বলেন, আমরা ওঁর জামিনের বিরোধিতা করিনি। আদালত ওনাকে অভিযোগ সম্পর্কে বুঝিয়ে দেওয়ার পর তিনি দোষী কিনা, জানতে চান। উনি নেতিবাচক প্রতিক্রিয়া দেন।

এদিকে জামিন পাওয়ার পর প্রাক্তন কংগ্রেস সভাপতি নিশানা করেন বিজেপি, মোদি সরকার, আরএসএসকে। শাসক দলের বিরুদ্ধে কেউ মুখ খুলতেই প্রতিশোধ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করে বলেন, যিনিই আরএসএস, নরেন্দ্র মোদির বিরুদ্ধে মুখ খুলছেন, তাঁকে আক্রমণ করা হচ্ছে, মামলায় জড়ানো হচ্ছে। তবে আমার লড়াই চলবে। আমার লড়াই সংবিধান বাঁচানোর জন্য, গরিব, চাষি, শ্রমিকের পক্ষে। ওদের সঙ্গে থাকার বার্তা দিতেই এসেছি।

মোদি পদবি নিয়ে কটাক্ষের অভিযোগে আরও দুটি মামলা হয় রাহুলের বিরুদ্ধে। ২৪ এপ্রিল বিজেপি নেতা মনোজ মোদি বিহারের পুর্নিয়ায় মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের কোর্টে মামলা করেন। ২ মে বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদির দায়ের করা মানহানি মামলায় রাহুলকে নোটিস দেয় গুজরাতের আদালত।