হায়দরাবাদ: গুজরাতে বিধানসভা নির্বাচনের আগে তাঁর নেতৃত্বে ক্ষমতায় ফেরার বিষয়ে দলকে আশা দিচ্ছেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী। এমনই মন্তব্য করলেন প্রবীণ কংগ্রেস নেতা বীরাপ্পা মইলি। একইসঙ্গে তিনি আশাবাদী, ২০১৯ সালে দেশের মুখ হয়ে উঠবেন রাহুল। তিনিই পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। তবে মইলি বলেছেন, হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের আগে রাহুল কংগ্রেস সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন কি না, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
গুজরাত ও হিমাচল প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়ের আশা প্রসঙ্গে মইলি বলেছেন, ‘গুজরাতে আমরা ক্ষমতায় ফিরব। এক্ষেত্রে কোনও সমস্যা হবে না। রাহুলজির সফর খুব ভাল হয়েছে। বিজেপি ক্ষমতায় আসার আগে গুজরাত কংগ্রেসেরই শক্ত ঘাঁটি ছিল। কংগ্রেস আবার অতীতের মতো সাফল্য পাবে। রাহুলজি গুজরাতে আমাদের দারুণ আশা ও নেতৃত্ব দিয়েছেন। দুই রাজ্যেই আমরা ক্ষমতায় ফিরব।’
গত মাসে মইলিই বলেছিলেন, অক্টোবরে কংগ্রেস সভাপতি হতে পারেন রাহুল। সেই সম্ভাবনা প্রবল হয়েছে। এ মাসের ৩১ তারিখের মধ্যেই কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন শেষ হয়ে যাবে বলে শোনা যাচ্ছে। তারপরেই দলীয় সভাপতি হতে পারেন রাহুল। মইলির আশা, রাহুল সভাপতি হলেই পরিস্থিতি বদলে যাবে। কংগ্রেস সারা দেশে অস্তিত্বের সঙ্কটে ভুগছে না বলেও দাবি করেছেন মইলি। তাঁর মতে, কংগ্রেসকে মুছে ফেলা যাবে না। তাঁরা ফের সাফল্য পাবেন।
গুজরাতে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসকে আশা দিচ্ছেন রাহুল, বলছেন বীরাপ্পা মইলি
Web Desk, ABP Ananda
Updated at:
13 Oct 2017 04:44 PM (IST)
ফাইল ছবি
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -