নয়াদিল্লি: তামিলনাড়ুর তুতিকোরিনে বেদান্তর স্টারলাইট কারখানার সম্প্রসারণ বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে অন্তত ১১ জনের মৃত্যুর ঘটনা নিয়ে আরএসএস ও বিজেপি-কে তোপ দেগেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তিনি দাবি করেন, আরএসএস-এর সামনে মাথা না নোয়ানোতেই তামিলদের খুন করা হয়েছে। তাঁর এই আক্রমণের পাল্টা জবাব দিলেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র। তাঁর দাবি, ‘নিজের ব্যর্থতা আড়াল করতেই আরএসএস-কে আক্রমণ করছেন রাহুল।’

আজ এক সাংবাদিক বৈঠকে রাহুলকে আক্রমণ করে সম্বিত আরও বলেছেন, ‘উত্তরাধিকার সূত্রে একটি দলের সভাপতি হওয়া যায়। কিন্তু জ্ঞান ও বোধশক্তি পাওয়া যায় না। রাহুল যেভাবে দেশের সব ঘটনার জন্যই আরএসএস-কে দায়ী করেন, তাতে বিজেপি তাঁকে ষষ্ঠ শ্রেণির বই উপহার দিতে চায়। সেই বই পড়লে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সংবিধান ও গণতন্ত্রের বিষয়টি বুঝতে পারবেন তিনি। ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুসারে আইন-শৃঙ্খলা রাজ্যের বিষয়। পুলিশের গুলি চালানোর সঙ্গে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের কোনও যোগ নেই। আমি জানি না এটা রাহুলের জানা আছে কি না। কংগ্রেস সভাপতি কি ১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গা এবং ১৯৭৫ সালে তৎকালীন ইন্দিরা গাঁধী সরকারের জারি করা জরুরি অবস্থার জন্যও আরএসএস-কে দায়ী করবেন!’

তুতিকোরিনের ঘটনা প্রসঙ্গে বিজেপি মুখপাত্র আরও বলেছেন, ‘সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পি চিদম্বরম যে সংস্থার ডিরেক্টর, তারাই তুতিকোরিনে হিংসাত্মক বিক্ষোভের পিছনে ছিল। চিদম্বরমের কাছ থেকে জবাব চাওয়া উচিত রাহুলের। যেটা হয়েছে, তা দুঃখজনক ঘটনা। সেই ঘটনা থেকেই রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন রাহুল। তিনি কংগ্রেসকে যোগ্য নেতৃত্ব দিতে পারছেন না। যে কোনও ঘটনার জন্যই আরএসএস ও বিজেপি-কে দায়ী করে রাজনৈতিক সুবিধা পাওয়ার চেষ্টা করছেন তিনি।’