হুমনাবাদ (কর্ণাটক): ব্যক্তিগত আক্রমণ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাল্টা বিঁধলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তিনি কর্ণাটকে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে এক জনসভায় বলেছেন, ‘মোদী যখনই ভয় পেয়ে যান, তিনি কোনও একজনকে ব্যক্তিগত আক্রমণ করেন। এটাই তাঁর চরিত্র। তিনি ওই ব্যক্তির নামে খারাপ কথা বলেন। এটাই আমার সঙ্গে তাঁর পার্থক্য। আমি আরএসএস-এর লোক না যে ঘৃণা ছড়াব। আমি কংগ্রেসের যোদ্ধা। তাই তাঁর আক্রমণ যতই অপমানজনক হোক না কেন, আমি তাঁকে ব্যক্তিগতভাবে আক্রমণ করব না। তার বদলে প্রশ্ন করতে থাকব। কী করে কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য দেবেন? গত আট বছরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাওয়া বেকারত্বের সমস্যা মেটাবেন? সেই প্রশ্নের জবাব দেওয়া উচিত তাঁর। কিন্তু তিনি কোনও প্রশ্নেরই জবাব দেবেন না। কারণ, তাঁর কৃষকদের সমস্যা, বেকারত্ব, দুর্নীতি এবং মহিলাদের নিরাপত্তার বিষয়ে কিছু বলার নেই। তিনি আমার এবং মল্লিকার্জুন খাড়গের বিষয়ে কথা বলেন।’


বিতর্কিত খনি ব্যারন রেড্ডি ভাইদের প্রার্থী করা নিয়ে মোদীকে আক্রমণ করে রাহুল বলেছেন, ‘শোলে ছবিতে গব্বর সিংহ ছিলেন। আপনি (মোদী) গব্বর সিংহ ট্যাক্স (জিএসটি) চালু করেছেন। এবার তো একধাপ এগিয়ে গব্বর সিংহের গোটা দলকেই ভোটে দাঁড় করিয়ে দিয়েছেন। গব্বর, সামভা, কালিয়ারা সবাই প্রার্থী। যে রেড্ডি ভাইরা জেলে ছিল, তাদের আপনি বিধানসভায় পাঠাতে চাইছেন। আপনিই গোটা দেশকে বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন। আপনি যত খুশি আমার সমালোচনা করুন, কিন্তু আমার প্রশ্নের জবাব দিন। বলুন, রেড্ডি ভাইদের বিধানসভায় পাঠাতে চাইছেন কি না? ৩০ হাজার কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নীরব মোদীর বিষয়ে কী করেছেন? আপনার মুখ বন্ধ কেন?’ রাফালে যুদ্ধবিমান চুক্তি নিয়েও মোদীকে আক্রমণ করেছেন রাহুল।

প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার দল জেডিএস-কেও আক্রমণ করেছেন কংগ্রেস সভাপতি। তাঁর দাবি, কর্ণাটকে বিধানসভা নির্বাচনে স্বাধীনভাবে লড়াই করেছ না বিজেপি-র সঙ্গে আছে, সেটা স্পষ্ট করতে হবে জেডিএস-কে।