সম্প্রতি সুপ্রিম কোর্ট বলেছে, তফশিলি জাতি ও উপজাতি আইনে কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেই সঙ্গে সঙ্গে গ্রেফতার করা যাবে না। আগে অভিযোগ খতিয়ে দেখতে হবে। বিভিন্ন দলিত সংগঠন এই রায়ের বিরুদ্ধে সোমবার ভারত বনধের ডাক দেয়। সেদিন দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক হিংসা ছড়ায়। অন্তত ১১ জনের মৃত্যু হয়। সুপ্রিম কোর্টের এই রায়ের বিরুদ্ধে আবেদন জানায় কেন্দ্র। কিন্তু এখনও রায় বদল করেনি শীর্ষ আদালত। কংগ্রেস সহ বিরোধী দলগুলি এই ইস্যুতে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করছে। বিজেপি-ও পাল্টা আক্রমণ করেছে। বিজেপি-র শীর্ষনেতারা দাবি করেছেন, তফশিলি জাতি ও উপজাতি আইনে কোনও বদল আনা হচ্ছে না। এসসি/এসটি আইন নিয়ে মিথ্যা বলে সমাজে ঘৃণা ছড়াচ্ছেন রাহুল, দাবি অমিত শাহের
Web Desk, ABP Ananda | 05 Apr 2018 06:34 PM (IST)
নয়াদিল্লি: কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী তফশিলি জাতি ও উপজাতি আইন বাতিল করা হয়েছে বলে মিথ্যা প্রচারের মাধ্যমে সমাজে ঘৃণা ছড়াচ্ছেন। এমনই দাবি করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। তিনি ওড়িশা সফর চলাকালীন ট্যুইটারে রাহুলের বক্তৃতার একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, এক জনসভায় রাহুল বলছেন, ‘দলিত ও উপজাতিদের উপর অত্যাচার বাড়ছে। তফশিলি জাতি ও উপজাতি আইন বাতিল করা হয়েছে। নরেন্দ্র মোদীজি এ বিষয়ে কিছুই বলছেন না।’ এই বক্তব্যের জন্য রাহুলকে আক্রমণ করে বিজেপি সভাপতি বলেছেন, ‘দেখুন কীভাবে রাহুল গাঁধী তফশিলি জাতি ও উপজাতি আইন বাতিল হওয়ার মিথ্যা কথা বলে সমাজে ঘৃণা ছড়াচ্ছেন।’