রাহুলকে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে চতুর্থ সারিতে বসার আমন্ত্রণ জানানো হয়েছে, দাবি কংগ্রেসের
Web Desk, ABP Ananda | 25 Jan 2018 06:16 PM (IST)
নয়াদিল্লি: কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও, তাঁর চতুর্থ সারিতে বসার ব্যবস্থা করা হচ্ছে বলে দাবি করল কংগ্রেস। সরকারিভাবে এখনও ওই অনুষ্ঠানে মন্ত্রী ও রাজনৈতিক নেতাদের বসার ব্যবস্থার বিষয়ে কিছু জানানো হয়নি। কিন্তু কংগ্রেস নেতাদের দাবি, মোদী সরকার সস্তা রাজনীতি করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কংগ্রেস নেতা বলেছেন, ‘অতীতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে কংগ্রেস সভাপতি বা সভানেত্রীকে প্রথম সারিতে বসানো হত। কিন্তু আমরা জানতে পেরেছি, এবার কংগ্রেস সভাপতির জন্য চতুর্থ সারিতে একটি আসন বরাদ্দ করা হয়েছে। তবে যেখানেই বসানো হোক না কেন, রাহুল গাঁধী ওই অনুষ্ঠানে যাবেন।’ কংগ্রেসের অপর এক নেতা বলেছেন, ‘যে অনুষ্ঠানে আসিয়ান দেশগুলির প্রধানরা থাকবেন, সেখানে কংগ্রেস নেতৃত্বকে অপমান করার জন্যই মোদী সরকারের এই পদক্ষেপ।’ কংগ্রেস সূত্রে খবর, স্বাধীনতার পর থেকে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কংগ্রেস সভাপতি বা সভানেত্রীরা বরাবর প্রথম সারিতে বসেছেন। ২০১৪ সালে এনডিএ সরকার ক্ষমতায় আসার পর থেকে বিজেপি সভাপতি অমিত শাহর জন্যও প্রথম সারিতে আসন বরাদ্দ করা হচ্ছে। এবারই প্রথম কংগ্রেস সভাপতিকে পিছনের আসনে বসতে হতে পারে।