নয়াদিল্লি: নাম না করে বিজেপিকে বিঁধলেন রাহুল গাঁধী। সদ্যসমাপ্ত মার্কিন সফর নিয়ে কথা বলতে গিয়ে তিনি দাবি করলেন, যেখানেই গিয়েছেন, সর্বত্র ভারতের অসহিষ্ণুতা সংক্রান্ত প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাঁকে।
কংগ্রেস সহ-সভাপতি বলেন, মার্কিন সফরে আমার বহু মানুষের সঙ্গে আলোচনা, বৈঠক হয়েছে। অধিকাংশ মানুষ ভারতের অসহিষ্ণুতার পরিবেশ নিয়ে উদ্বিগ্ন। তাঁদের প্রশ্ন, ভারতে একসময় যে সহিষ্ণুতার পরিবেশ ছিল, তা এখন কোথায়?
রাহুল জানান, কংগ্রেসের সঙ্গে কাজ করার জন্য অনাবাসী ভারতীয়দের আবেদন করেছেন তিনি। রাহুল বলেন, বিভিন্ন ক্ষেত্রে এনআরআই-দের বিস্তর জ্ঞান ও বোধশক্তি রয়েছে। আমি তাঁদের আহ্বান জানাচ্ছি, কংগ্রেসের সঙ্গে কাজ করতে এবং লক্ষ্যে এগিয়ে যেতে।
রাহুল গাঁধীর মতে, দেশে লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি করতে হলে আগে মাঝারি ও ক্ষুদ্র শিল্পকে শক্তিশালী ও গুরুত্ব দিতে হবে।