নয়াদিল্লি: দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন রাহুল গাঁধী। বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবানী একসময়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সুধীন্দ্র কুলকার্নি টুইটারে এই মন্তব্য করেছেন । গতকাল সভাপতি পদে অভিষেকের পর রাহুল গাঁধীকে অভিন্দন জানান তিনি। টুইটারে সুধীন্দ্র লিখেছেন, এখন আমি বেশ বুঝতে পারছি কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। এক নতুন নেতার জন্ম হল। এমন নেতারই ভারতের প্রয়োজন ছিল।
রাহুলকে গাঁধীবাদী মতাদর্শের নেতা বলেও অভিহিত করেছেন কুলকার্নি।
পেশায় সাংবাদিক কুলকার্নি ১৩ বছর বিজেপিতে থাকার পর দল ছাড়েন। ২০০৯-এ বিজেপি ছেড়েছিলেন তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আমলে পিএমও-তে ওএসডি ছিলেন তিনি।
আডবাণীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন তিনি। আডবাণীর জন্য বক্তৃতা তিনিই লিখতেন।