সোমবারই নিজের রাজ্যে মোদীর সফর। আর তাঁকে বিদ্রূপ করে রাহুলের ট্যুইট, নির্বাচনের আগে আবহাওয়া রিপোর্ট হল, গুজরাতে ঘোষণা, প্রতিশ্রুতির বান ডাকবে। হিন্দি ট্যুইটে 'জুমলো কি বারিশ' শব্দবন্ধ ব্যবহার করেন তিনি। ট্যুইটে 'গুজরাত ভোটের দিনক্ষণ ঘোষণার প্রতীক্ষায়, প্রায় ১২৫০০ কোটি টাকার প্রকল্প পাচ্ছে রাজ্য', এই শিরোনামে বেরনো একটি সংবাদপত্রের প্রতিবেদনও জুড়ে দিয়েছেন রাহুল। প্রসঙ্গত, চলতি বছরের শেষে বিধানসভা ভোট হওয়ার কথা হিমাচল প্রদেশ ও গুজরাতে। নির্বাচন কমিশন দিনকয়েক আগে হিমাচলের ভোটের নির্ঘন্ট বের করলেও গুজরাতের দিনক্ষণ ঘোষণা স্থগিত রেখেছে। হিমাচলের সঙ্গেই গুজরাতের ভোটের সূচি বেরিয়ে গেলে সেখানেও মডেল আচরণবিধি চালু হয়ে যেত এবং ভোটবাক্সে ফায়দা তুলতে রাজ্যবাসীর জন্য বিশেষ প্রকল্প, সুবিধা ও প্রতিশ্রুতি ঘোষণা করার সুযোগ পেত না, সেজন্যই বিজেপি ও কেন্দ্রের মোদী সরকার নিজেদের স্বার্থে গুজরাতের ভোটের সময়সূচি ঘোষণা না করতে নির্বাচন কমিশনের ওপর 'চাপ দিয়েছে' বলে দাবি কংগ্রেসের। হিমাচলে ভোট হবে ৯ নভেম্বর, গণনা ১৮ ডিসেম্বর। গুজরাতের দিনক্ষণ না জানালেও মুখ্য নির্বাচন কমিশনার এ কে জ্যোতি জানিয়েছেন, ১৮ ডিসেম্বরের আগেই ভোটগ্রহণ হবে। 'ওয়েদার রিপোর্ট', এবার প্রতিশ্রুতির বর্ষণ হবে!' মোদীর গুজরাত সফরের মুখে কটাক্ষ রাহুলের
Web Desk, ABP Ananda | 16 Oct 2017 03:22 PM (IST)
নয়াদিল্লি: গুজরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের প্রাক্কালে তাঁকে ট্যুইটে খোঁচা রাহুল গাঁধীর। বিধানসভা ভোটমুখী গুজরাতে রাজ্যবাসীর মন জিততে বেশ কিছু জনপ্রিয় প্রকল্প ঘোষণা করতে পারেন মোদী, এহেন জল্পনার মধ্যেই কংগ্রেস সহ সভাপতি দিয়ে কটাক্ষ করলেন, এবার প্রতিশ্রুতি, ঘোষণার বর্ষণ দেখা যাবে।