নয়াদিল্লি: দিদিমাকে সারপ্রাইজ দেওয়া এবং তাঁর সঙ্গে হোলির সপ্তাহান্ত কাটানোর জন্য ইতালি গেলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তিনি নিজেই ট্যুইটারে এ কথা জানিয়েছেন। রাহুল লিখেছেন, ‘আমার দিদিমার বয়স ৯৩। তিনি অত্যন্ত দয়ালু মহিলা। হোলির সপ্তাহান্তে আমি তাঁকে সারপ্রাইজ দিতে চলেছি। তাঁকে জড়িয়ে ধরার জন্য তর সইছে না।’ একইসঙ্গে দেশবাসীকে হোলির শুভেচ্ছাও জানিয়েছেন কংগ্রেস সভাপতি। মধ্য প্রদেশে দু’টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি-কে হারিয়ে কংগ্রেসের জয়ে উল্লসিত রাহুল। তিনি দাবি করেছেন, এটা বিজেপি-র কুশাসন ও ঔদ্ধত্যের পরাজয়।