সিন্দানুর: কর্নাটকের বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেছেন রাহুল। এর আগে মোদীর বিরুদ্ধে পিছনের আয়নার দিকে তাকিয়ে গাড়ি চালানোর কটাক্ষ করেছিলেন রাহুল। এবার নয়া বিদ্রুপ রাহুলের। তিনি বলেছেন, অতীতের দিকে চোখ রেখে চলছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘সচিন তেন্ডুলকর যদি উইকেটরক্ষকের দিকে তাকিয়ে ব্যাট করতেন, তা হলে কি একটিও রান পেতেন! কংগ্রেসকে বিঁধতে গিয়ে মোদী কিন্তু সেটাই করছেন। বল কোথা থেকে আসছে, কিছুই জানেন না।’ রাহুল বলেছেন, ভবিষ্যতের কথা বলার থেকে প্রধানমন্ত্রী কংগ্রসের অতীত নিয়ে কথা বলতে আগ্রহী। এর আগে বেল্লারিতে এক জনসভায় পূর্বতন কংগ্রেস সরকারগুলির নীতিকে নিশানা করায় মোদীকে একহাত নিয়েছিলেন রাহুল। তিনি বলেছিলেন, গাড়ির পিছনের দিকের আয়নার দিকে তাকিয়ে দেশ চালাচ্ছেন মোদী। এতে দুর্ঘটনা ঘটে যেতে পারে। এভাবে দেশ চলতে পারে না বলেও মন্তব্য করেন কংগ্রেস সহ সভাপতি।