নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ব্যক্তিগত দুর্নীতি’ নিয়ে মুখ খোলার কিছুক্ষণের মধ্যেই কংগ্রেসকে পাল্টা আক্রমণ করল বিজেপি। কংগ্রেস সহ-সভাপতির অভিযোগের প্রতিক্রিয়ায় বিজেপির জবাব, হতাশা থেকেই এই মন্তব্য করেছেন তিনি।
এদিন মোদীর গড় গুজরাতে গিয়ে প্রধানমন্ত্রীর ‘ব্যক্তিগত দুর্নীতি’ নিয়ে বিস্ফোরক অভিযোগ করে রাহুল দাবি করেন, গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০১৩ সালের অক্টোবর থেকে ২০১৪ সালের ফেব্রুয়ারি—এই ৬ মাসে ৯ বার সহারা গোষ্ঠী থেকে কোটি কোটি টাকা নেন মোদী।
পাশাপাশি, বিড়লাদের থেকে মোদী টাকা নিয়েছেন বলে দাবি করেন তিনি। এই মর্মে, কোন বাণিজ্যিক সংস্থা কোন তারিখে কত টাকা নরেন্দ্র মোদীকে দিয়েছেন, সেই তথ্য তুলে ধরে সেই প্রমাণও পেশ করার দাবি করলেন রাহুল গাঁধী।
এই অভিযোগের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এদিন বিজেপির রবিশঙ্কর প্রসাদ কংগ্রেস সহ-সভাপতিকে কটাক্ষ করে জানান, একের পর এক রাজ্যে হেরে রাহুল হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। তিনি বলেন, ‘রাহুলের নেতৃত্বে একের পর এক রাজ্যে হারছে কংগ্রেস। থেকেই হতাশা থেকেই এই মন্তব্য করেছেন তিনি।’
বিজেপির পাল্টা দাবি, ‘অগুস্তা নিয়ে গাঁধী পরিবারের নাম জড়িয়েছে। তার থেকে বাঁচতেই এই ভিত্তিহীন অভিযোগ রাহুল গাঁধীর।’
কংগ্রেসকে আক্রমণ করে রবিশংকর প্রসাদ জানান, কংগ্রেসের ইতিহাস দুর্নীতিতে ভরা। দুর্নীতি মামলায় বারবার নাম জড়িয়েছে কংগ্রেসের। আকাশ-পাতাল, সব কিছুতেই কংগ্রেসের দুর্নীতি।
রাহুলকে ফের একবার আক্রমণ করে প্রসাদ যোগ করেন, ‘ন্যাশনাল হেরাল্ড মামলায় ৫০০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে কংগ্রেসের বিরুদ্ধে। সেই মামলায় জামিনে রয়েছেন রাহুল গাঁধী। অথচ, তিনি বলার আগে ভাবেন না।
বিজেপির দাবি, সরকারে থেকে মানুষের টাকা লুঠ করেছে কংগ্রেস। তাই সাধারণ মানুষ রাহুলের কথা বিশ্বাস করে না।