হায়দরাবাদ: দীর্ঘদিন ধরেই রাহুল গাঁধীর কংগ্রেস সভাপতি হওয়া নিয়ে যে জল্পনা চলছে, এবার বোধহয় তার অবসান হতে চলেছে। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরাপ্পা মইলির কথায় তেমনই ইঙ্গিত মিলেছে। তিনি বলেছেন, ‘রাহুলের অবিলম্বে কংগ্রেস সভাপতির দায়িত্ব নেওয়া উচিত। সেটা দল ও দেশের পক্ষে ভাল হবে। রাহুল সব হিসেব বদলে দেবেন। তিনি নতুন কৌশল ও কার্যপদ্ধতি নিয়ে তৈরি।’


সম্প্রতি রাহুল বলেছেন, দল যদি তাঁকে দায়িত্ব নিতে বলে, তাহলে তিনি তৈরি। এ বিষয়ে মইলি বলেছেন, ‘কংগ্রেসের সবাই মনে করেন, রাহুলের উত্তরণে বিলম্ব হয়েছে। এখন তিনি সাংগঠনিক নির্বাচনের জন্য অপেক্ষা করছেন। এ মাসের মধ্যেই সাংগঠনিক নির্বাচন সম্পূর্ণ হওয়ার কথা। এরপর এআইসিসি স্তরে নির্বাচন হবে। সেই নির্বাচনের পরেই কংগ্রেস সভাপতি হতে পারেন রাহুল।’

২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের সাফল্যের সম্ভাবনা উজ্জ্বল করার জন্য রাহুল ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন বলে দাবি মইলির। তাঁর মতে, প্রতিটি রাজ্যই একে অপরের চেয়ে আলাদা। তাই প্রতিটি রাজ্যের জন্য আলাদা কৌশল অবলম্বন করতে হবে। আশা করা যায় রাহুল কংগ্রেসকে সাফল্য এনে দেবেন। সভাপতি হওয়ার পর প্রথমেই রাজ্যগুলিতে নিচুস্তর থেকে শীর্ষনেতৃত্বে বদল আনা উচিত রাহুলের। মানুষ যাতে ভাবতে পারেন, এনডিএ-র বিকল্প রয়েছে, সেই লক্ষ্যেই কাজ করা উচিত কংগ্রেসের।

বিজেপি তথা এনডিএ সরকারকে আক্রমণ করে মইলি বলেছেন, এই সরকার নির্বাচনী প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হয়েছে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে হেরে যাবে এনডিএ। পেট্রোল ও ডিজেলের দাম যেভাবে বাড়ানো হচ্ছে, সেটা অন্যায্য বলেও দাবি করেছেন প্রাক্তন পেট্রোলিয়াম মন্ত্রী মইলি।