নয়াদিল্লি: দিনকয়েক আগেই বিহারে জোকিহাট কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি জোটসঙ্গী জেডি(ইউ) পরাজিত হয়েছে আরজেডির কাছে। এই প্রেক্ষাপটে রাহুল গাঁধী শুক্রবার দেখা করলেন লালুপুত্র তেজস্বী যাদবের সঙ্গে। বিহার বিধানসভার বিরোধী নেতা তেজ্স্বী বৈঠকের পর ট্যুইট করেছেন, সরকার গড়তে বসিনি আমরা, বসেছি বর্তমান দক্ষিণপন্থী আধিপত্যবাদী জমানার মনোবাঞ্ছার বিরোধিতা করে নীচুতলার মানুষের জীবনযাত্রার বদল ঘটাতে। সংবিধান, ধর্মনিরপেক্ষ-গণতান্ত্রিক মূল্যবোধ ও সামাজিক ন্যয়ের লক্ষ্যপূরণেই একজোট হয়েছি আমরা। লড়ে জিতব আমরা।

আরেকটি ট্যুইটে তিনি লেখেন, রাহুল গাঁধীজীর সঙ্গে সফল বৈঠক হল। ভোরের আলোয় তারুণ্য অনেক বেশি ঐশ্বরীয়। এই শাসককূলের তৈরি করা আতঙ্কের আবহাওয়া থেকে দেশকে উদ্ধার করতে দায়বদ্ধ আমরা। নজর রাখুন, দেখবেন আমরা কৃষক, যুবক, মহিলা ও গরিবের প্রতি দায়বদ্ধ কর্মসূচি নিয়ে আসব।




২০১৫-য় বিধানসভা নির্বাচনে বিহারের আরার মুসলিম অধ্যুষিত জোকিহাটে জিতেছিল বিজেপি। কিন্তু এবার পালাবদল ঘটিয়ে জেডি (ইউ) এর প্রার্থী মুরশিদ আলমকে ৪১ হাজার ভোটে হারিয়ে দেন আরজেডি-র শাহনওয়াজ আলম। এই ফলে ধাক্কা খেয়েছেন জেডি (ইউ) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার যিনি গত বছর বিহারে লালু ও কংগ্রেসের সঙ্গে জোট ভেঙে বিজেপির হাত ধরে নতুন জোট সরকার গড়েন।