এই পাঁচ ধর্মগুরুকে রাষ্ট্রমন্ত্রীর মর্যাদা দেওয়ার আগে নর্মদার তীর বরাবর বৃক্ষরোপন, জলসংরক্ষণ এবং স্বচ্ছ্বতা সম্পর্কে সচেতনতা গড়ে তোলার জন্য গঠিত একটি কমিটিতে নিয়োগ করে শিবরাজ সরকার। এই ধর্মগুরুরা এর আগে নর্দমা পরিচ্ছন্নতার ক্ষেত্রে দুর্নীতি ফাঁস করে দেওয়ার জন্য পদযাত্রার কথা ঘোষণা করেছিলেন। কংগ্রেসের অভিযোগ, দুর্নীতি যাতে ফাঁস না হয়, সেই লক্ষ্যেই ধর্মগুরুদের রাষ্ট্রমন্ত্রী করেছে বিজেপি সরকার। মধ্যপ্রদেশে ৫ ধর্মগুরুকে রাষ্ট্রমন্ত্রীর মর্যাদা, শিবরাজ সরকারকে কটাক্ষ রাহুলের
Web Desk, ABP Ananda | 05 Apr 2018 11:42 PM (IST)
নয়াদিল্লি: মধ্যপ্রদেশে পাঁচজন ধর্মগুরু কম্পিউটার বাবা, ভাইয়ুজি মহারাজ, নর্মদানন্দজী, হরিহরনন্দজী এবং পন্ডিত যোগেন্দ্র মহন্তকে রাষ্ট্রমন্ত্রীর মর্যাদা দেওয়ায় শিবরাজ সিংহ চৌহান সরকারকে ট্যুইটারে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তিনি আমির খানের ছবি ‘কয়ামত সে কয়ামত তক’-এর জনপ্রিয় একটি গান ‘পাপা কেহতে হ্যায়’-এর কথাগুলির ধাঁচে ধর্মগুরুদের মধ্যপ্রদেশ সরকারকে বিঁধেছেন।