আমদাবাদ: বিজেপি নেতৃত্বাধীন গুজরাতে কতটা উন্নয়ন হয়েছে, তা দেখার জন্য রাহুল গাঁধীকে ‘ইতালির চশমা’ খুলে ‘গুজরাতি চশমা’ পরার পরামর্শ দিলেন অমিত শাহ।


সোমবার, গুজরাত গৌরব যাত্রার দ্বিতীয় দফা সূচনার অন্তর্গত পোরবন্দরে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস সহ-সভাপতির সাম্প্রতিক মার্কিন মুলুক সফরকে ছুটি বলে কটাক্ষ করেন বিজেপি সর্বভারতীয় সভাপতি।


অমিত বলেন, কংগ্রেস প্রশ্ন করছে মোদী সরকারের তিন বছরে গুজরাত কী পেল? আমি বলছি, এই সময়ে গুজরাতে এইমস, রাজকোটে আন্তর্জাতিক বিমানবন্দর, নর্মদা বাঁধের উচ্চতা বৃদ্ধি এবং শহরাঞ্চলে বসবাসকারী গরিবদের জন্য ৬ লক্ষ গৃহ।


বিজেপি সভাপতি যোগ করেন, তবে রাহুল এসব কিছুই দেখতে পাচ্ছেন না। কারণ, তিনি ইতালির চশমা পরে রয়েছেন। উন্নয়ন দেখতে হলে, তাঁর উচিত ইতালীয় চশমা খুলে গুজরাতি চশমা পরা।


গুজরাতের আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভবিষ্যৎ নিয়েও কটাক্ষ করেন অমিত শাহ। বলেন, কংগ্রেস এখনও নির্বাচন জেতার স্বপ্ন দেখছে। সকলের স্বপ্ন দেখার অধিকার রয়েছে। কিন্তু, নির্বাচন জয়ের স্বপ্ন দেখতে হলে, মার্কিন মুলুকে ছুটি কাটাতে যাওয়া যাবে না।


অমিতের মতে, ভোট পেতে গেলে গুজরাতের মানুষের উন্নয়নের জন্য তাদের পাশে থাকতে হয়। কঠোর পরিশ্রম করতে হয়। তিনি যোগ করেন, গুজরাতের মানুষ যথেষ্ট বুদ্ধিমান। তাঁরা এমন কোনও দলকে ভোট দেবেনা যারা তিন প্রজন্ম ধরে রাজ্যের ওপর অবিচার করেছে।