নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একমাত্র বিকল্প কংগ্রেস। আজ এমনই দাবি করলেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘এখন দেশে দু’টি মডেল আছে, একটি মোদীর এবং অপরটি কংগ্রেস সভাপতির। মোদীর মডেল হল ৬ বার পোশাক বদল। সরকারি কাজকর্মের বদলে পোশাকের উপরেই বেশি গুরুত্ব দেন মোদী। অন্যদিকে রাহুল সারল্য ও স্বচ্ছতার উপর গুরুত্ব দেন। রাহুল গাঁধীই মোদীর একমাত্র বিকল্প। দেশ রাহুলকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়।’
আগামী লোকসভা নির্বাচন প্রসঙ্গে সুরজেওয়ালা বলেছেন, ‘এনডিএ-র জোটসঙ্গী শিবসেনা ও টিডিপি বিজেপি-র উপর ক্ষুব্ধ। বিরোধী দলগুলিকে একজোট করছে কংগ্রেস। ফলে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পরিবর্তনের ঢেউ আসবে।’
এ বছর আটটি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সে প্রসঙ্গে সুরজেওয়ালা বলেছেন, ‘কর্ণাটক অন্যতম উন্নত রাজ্য। আমরা সেখানে ক্ষমতায় ফেরার বিষয়ে আশাবাদী। রাজস্থানে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া উপ-নির্বাচনে জয় শুধু ঝলক। দল মধ্যপ্রদেশ, ছত্তিসগঢ় এবং অন্য রাজ্যগুলিতেও জয় পাবে।’
মোদীর একমাত্র বিকল্প রাহুল, দাবি কংগ্রেসের
Web Desk, ABP Ananda
Updated at:
04 Feb 2018 05:46 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -