ট্যুইট করেও রাহুল প্রয়াত বাবার প্রতি শ্রদ্ধা অর্পণ করেন একজন সুভদ্র মানুষ হিসাবে। লেখেন, আমার বাবা ছিলেন এক সজ্জন ব্যক্তিত্ব, দয়ালু, স্নেহবান, ভালবাসায় ভরা। আমায় শিখিয়েছিলেন সবাইকে ভালবাসতে, সম্মান করতে, কখনও ঘৃণা নয়, বরং ক্ষমা করে দিতে। ওঁর অভাব টের পাই। তাঁর মৃত্যুবার্ষিকীতে বাবাকে ভালবাসা, কৃতজ্ঞতায় স্মরণ করছি।
১৯৮৪-র ৩১ অক্টোবর তত্কালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী দেহরক্ষীদের গুলিতে প্রাণ হারানোর পর কংগ্রেসের হাল ধরেন রাজীব। সে বছরই প্রয়াত নেত্রীর পরিবারের প্রতি প্রবল সহানুভূতির হাওয়ায় ভর করে বিরোধীদের ধুয়েমুছে সাফ করে নির্বাচনে একচেটিয়া সাফল্য পায় কংগ্রেস। ৪০ বছর বয়সে দেশের সবচেয়ে তরুণ প্রধানমন্ত্রী হন রাজীব।