নয়াদিল্লি: ‘উড়তা পঞ্জাব’ ছবি মুক্তির পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী। ট্যুইট করে তিনি বলেছেন, পঞ্জাবে মাদকের সমস্যা রয়েছে। এই ছবির মুক্তি আটকে দিলেই সেই সমস্যা মিটবে না। সরকারকে বাস্তবটা মেনে নিতে নিয়ে সমাধান খুঁজতে হবে।



 

 

শাহিদ কপূর, করিনা কপূর খান, আলিয়া ভট্ট অভিনীত ‘উড়তা পঞ্জাব’ ছবিতে পঞ্জাবে মাদকের চল এবং যুব সমাজের উপর তার ক্ষতিকর প্রভাব দেখানো হয়েছে। ১৭ জুন মুক্তি পাওয়ার কথা এই ছবির। কিন্তু তার আগেই ‘উড়তা পঞ্জাব’ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সেন্সর বোর্ড ছবির পটভূমিকা বদল করার নির্দেশ দিয়েছে।

 

অন্যতম প্রযোজক অনুরাগ কাশ্যপ সেন্সর বোর্ডের এই কড়াকড়িকে উত্তর কোরিয়ার একনায়কতন্ত্রের সঙ্গে তুলনা করেছেন। তাঁর দাবি, ‘উড়তা পঞ্জাব’-এর চেয়ে সৎ ছবি আর হয় না। যারা এই ছবির বিরোধিতা করছে তারা মাদকের নেশাকে প্রশ্রয় দেয়।