নয়াদিল্লি: রাহুল গাঁধী, প্রিয়ঙ্কা গাঁধীকে পাকিস্তানে ‘রোল মডেল’ ধরা হয়, ওঁদের পোস্টার ওদেশের দেওয়ালে শোভা পায় বলে দাবি করলেন উত্তরপ্রদেশের পরিষদীয় বিষয়ক রাষ্ট্রমন্ত্রী আনন্দ স্বরূপ শুক্ল। জম্মু ও কাশ্মীরে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের বিরোধিতা করায় কংগ্রেসের তীব্র নিন্দা করেন তিনি। শুক্লকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা বলেছে, কংগ্রেস পাকিস্তানপন্থী। ওদের আদর্শ বিভেদমূলক। রাহুল, প্রিয়ঙ্কাকে রোল মডেল মনে করা হয় পাকিস্তানে। কংগ্রেস টুকড়ে টুকড়ে বাহিনীর পাশে দাঁড়িয়ে ৩৭০ ধারা প্রত্যাহারের প্রতিবাদ করছে।


শুক্ল প্রিয়ঙ্কাকে আক্রমণ করে বলেন, ওর স্বামী গরিবের জমি দখল করেছে। তাই দুর্নীতি নিয়ে কিছু বলারই অধিকার নেই ওর। বরং ওর উচিত ভাই রাহুল আর মা সনিয়া গাঁধীকে নিয়ে, যারা ন্যাশনাল হেরাল্ড মামলায় জামিনে বাইরে আছে।
পাশাপাশি সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ সিংহ যাদবকে বর্তমান রাজ্য-রাজনীতিতে ‘অপ্রাসঙ্গিক’, আগামী দিনের অজিত সিংহ (আরএলডি প্রধান) বলে বিদ্রূপ করেন শুক্ল।
প্রসঙ্গত, কংগ্রেস সংসদে ৩৭০ ধারা বাতিলের বিরোধিতা করলেও পরবর্তীকালে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের প্রশ্নে সুর নরম করে। দলের অন্যতম শীর্ষ নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ বলেন, দল সংসদে ৩৭০ ধারা প্রত্যাহারের পক্ষেই ভোট দিয়েছে। তবে কংগ্রেস যে ‘কঠোরতার সঙ্গে কাজটি করা হয়েছে, তার বিরোধী’ বলে জানিয়ে দেন তিনি। যদিও বাস্তব হল, রাজ্যসভায় গত ৫ আগস্ট ধ্বনিভোটে গৃহীত হয় ৩৭০ অনুচ্ছেদ সংশোধনের বিধিবদ্ধ প্রস্তাবটি, পরদিন লোকসভায় ভোটাভুটি হয়, কংগ্রেস তার বিরুদ্ধেই ভোট দেয়, যা মনমোহনের দাবির বিপরীত।